জম্মু-কাশ্মীর পুলিশ বড়সড় সাফল্য পেল জঙ্গি নিকেশ অভিযানে। সোমবার জম্মু-কাশ্মীর পুলিশ জানায়, তারা একাধিক জঙ্গি মডিউলের খোঁজ পেয়েছে। শুধু তাই নয়, ওই মডিউলগুলি থেকে গ্রেফতার করা হয়েছে সাতজন জঙ্গিকে। তল্লাশি চালিয়ে জানা গিয়েছে, এই জঙ্গি মডিউল জম্মু জুড়ে বিস্তৃত হয়ে পড়েছিল। জঙ্গিদের জিজ্ঞাসাবাদ চালিয়ে জম্মুর বিভিন্ন জায়গা থেকে বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর পরিমাণে বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র।
এই গোটা বিষয়টি সম্পর্কে কথা বলতে গিয়ে জম্মু-কাশ্মীরের পুলিশের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মুকেশ সিং জানিয়েছেন, ”জম্মুতে তিনটি জঙ্গি মডিউলের খোঁজ মিলেছে। এই জঙ্গিদের পাকিস্তান থেকে নিয়ন্ত্রণ ও পরিচালন করা হচ্ছিল। অমরনাথ যাত্রী, নিরাপত্তা বাহিনী, সংখ্যালঘু সম্প্রদায় ও রাজনৈতিক নেতাদের নিশানা বানানোর নির্দেশ দেওয়া হয়েছিল জঙ্গিদের। কিন্তু বড় কোনও বিপত্তি ঘটার আগেই গ্রেফতার করা হয়েছে জঙ্গিদের।” পাশাপাশি তিনি আরও বলেন, ”আজকের সাংবাদিক বৈঠকে তিনটি জঙ্গি মডিউলের হদিশ পাওয়া নিয়ে কথা বলা হচ্ছে। এরমধ্যে দুটি রাজৌরিতে এবং একটি জম্মুতে ছিল। জম্মুর মডিউলটির পরিচালনার দায়িত্বে ছিলেন বসির সিজ়ান, যিনি আদতে ডোডার বাসিন্দা। এছাড়া এক লস্কর কম্যান্ডার, যিনি বর্তমানে পাকিস্তানে আত্মগোপন করে রয়েছেন এবং অ্যালবার্ট নামক কোড নামেই পরিচিত, তিনিও এই মডিউল পরিচালনায় সাহায্য করত।”
জম্মু-কাশ্মীর পুলিশ জানিয়েছে, যে জঙ্গি মডিউল তৈরি করা হয়েছিল তার নেতৃত্বে ছিল ফয়সল মনির। দুই বছর ধরে ফয়সল যোগাযোগ রেখেছিল পাকিস্তানি হ্যান্ডেলারদের সঙ্গে।
2022-07-20