Agnipath Case: দিল্লি হাই কোর্টে স্থানান্তরিত হল অগ্নিপথ মামলা, আইনজীবীকে ‘ধমক’ SC বিচারপতির

অগ্নিপথ প্রকল্প নিয়ে সুপ্রিম কোর্টে দায়ের হওয়া সব আবেদন স্থানান্তর করা হল দিল্লি হাই কোর্টে। সুপ্রিম কোর্ট দিল্লি হাই কোর্টকে দ্রুত এই সব মামলার শুনানি সম্পন্ন করতে নির্দেশ দিয়েছে। পাশাপাশি শীর্ষ আদালত জানিয়েছে, পটনা, কেরলের মতো যেসব হাই কোর্টে অগ্নিপথ সংক্রান্ত মামলা রয়েছে, আবেদনকারীরা চাইলে তা দিল্লিতে স্থানান্তর করতে পারেন। বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি এএস বোপান্নার এজলাসে আজকে মামলাটি উত্থাপিত হলে তাঁরা বলেন, এই মামলা নিয়ে দিল্লি হাই কোর্টের দৃষ্টিভঙ্গি জানা ‘সঠিক’ হবে।

এর আগে সুপ্রিম কোর্টে দুই মামলাকারী মামলার আবেদন জমা দিয়ে দাবি জানায়, অগ্নিপথ প্রকল্প যাতে পুনর্বিবেচনা করা হয়। প্রকল্পের বিরুদ্ধে ওই দুই মামলা দায়ের করেন আইনজীবী এমএল শর্মা ও বিশাল তিওয়ারি। আবেদনে মামলাকারী হিংসাত্মক বিক্ষোভেরও উল্লেখ করেন। এর প্রেক্ষিতে ক্যাভিয়েটও দাখিল করে কেন্দ্র। এদিকে আজকে এক মামলাকারী আইনজীবীকে তিরস্কার করেন বিচারপতি চন্দ্রচূড়। বিচারপতি যখন লিখিত আদেশ দিচ্ছইলেন সেই সময় কথা বলছিলেন এমএল শর্মা। তখন আইনজীবীকে বিচারপতি বলেন, ‘আপনি সাহসী হতে পারেন কিন্তু অগ্নিবীর মোটেও নন। আপনি ভবিষ্যতে অগ্নিবীর হতে যাচ্ছেন না। তাই অযথা বাধা না দিয়ে ধৈর্য ধরুন।’

এদিকে মামকারীর দাবি ছিল, প্রকল্প খতিয়ে দেখার জন্য সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি বিশেষজ্ঞ দল গঠন করা হোক। পাশাপাশি হিংসাত্মক বিক্ষোভের জেরে যে সব সরকারি সম্পত্তির কত ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখতে বিশেষ তদন্তকারী দল গঠন করার আর্জি জানানো হয়েছে। এর আগে তিন বাহিনীর প্রধান যৌথ সাংবাদিক সম্মেলন করে অগ্নিপথ প্রকল্পের ঘোষণা করেছিলেন। সেই সময় বলা হয়েছিল, যে ‘অগ্নিবীর’-দের নিয়োগ করা হবে, তাঁদের মধ্যে সর্বাধিক ২৫ শতাংশ প্রার্থী বাহিনীতে থাকবেন। বাকিদের সেবা নিধি প্যাকেজ হাতে ধরিয়ে সেনা থেকে বিদায় জানানো হবে। এরপরই সেনার উপর আক্রোশ দেখায় পড়ুয়ারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.