সময়ের সঙ্গে সঙ্গে বাংলা ভাষার সঙ্গে নিজেকে একাত্ম করছেন বিহারীবাবু তথা আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা। সংসদে প্রবেশ করতেই তিনি স্লোগান তুললেন, ‘জয় বাংলার’। আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সোমবার সংসদে বাদল অধিবেশনের শুরুর দিনই শপথ গ্রহণ করলেন।
শত্রুঘ্ন সিনহা হিন্দিতে শপথবাক্য পাঠ করলেও সবশেষে ‘জয় বাংলার’ স্লোগান দেন। সংসদ ভবনে শত্রুঘ্ন প্রবেশ করেন একেবারে নায়কের মতোই। পরনে ছিল কালো ট্রাউজার, লাল চেক শার্ট, কালো জ্যাকেট এবং চোখে সানগ্লাস। অধিবেশন কক্ষে ঢোকার মুখে সানগ্লাসটি তিনি খুলে ফেলেন। তাঁকে শপথ পড়ান লোকসভার স্পিকার ওম বিড়লা। শপথবাক্য পাঠ করা শেষ হলে শত্রুঘ্ন ‘জয় হিন্দ, জয় বাংলার’ স্লোগান দেন।
সামনের সারিতে বসে থাকা তৃণমূল সাংসদরা হাততালি দিয়ে ওঠেন। অন্যদিকে, শপথ নিয়ে ফেরার সময় শত্রুঘ্নকে বিশেষভাবে শুভেচ্ছা জানান সোনিয়া গান্ধী সহ অন্যান্য কংগ্রেসের সদস্যরা। ওদিকে, সংসদ ভবনে ঢোকার মুখে তাঁর সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়কড়ি। সাংসদ হিসেবে শপথ নেওয়ার পরই শত্রুঘ্ন সিনহা বাংলা ভাষায় জানান, ”আমি কলকাতায় শিগগিরই ফিরব। ওখানে একুশে জুলাইয়ের প্রস্তুতি চলছে। আমাকে সবাই জানিয়েছেন। আমি ২০ তারিখের মধ্যেই কলকাতায় যাচ্ছি। একুশের মঞ্চে থাকব।”