তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও গেছিলেন রাজ্যের বন্যা কবলিত এলাকার পরিদর্শনের জন্য। সেখানে গিয়ে তিনি এমন মন্তব্য করলেন, যা তাঁকে খবরের শিরোনামে নিয়ে এলো। তিনি বলেন, “বিদেশী চক্রান্তেই মেঘ ভাঙা বৃষ্টি”। তাঁর এই মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।
সম্প্রতি তেলেঙ্গানা রাজ্যের গোদাবরী অঞ্চলে বন্যা দেখা দেয়। কেসিআর এই বন্যা কবলিত ভদ্রাচলম জেলায় সফরের সময়েই তিনি বিদেশী রাষ্ট্রের পরিকল্পিত ষড়যন্ত্রের কারণে গোদাবরী অঞ্চলে ‘ক্লাউড বার্স্ট’ তথা মেঘ ভাঙা বৃষ্টি হয়েছে। উল্লেখ্য, কোনো এলাকায় যখন খুব অল্প সময়ের মধ্যে কোনো নির্দিষ্ট অঞ্চলে হঠাৎ অত্যাধিক পরিমাণে বৃষ্টি হলে, তখন সেটাকে মেঘ ভাঙা বৃষ্টি বলে। এটাকেই তেলেঙ্গানা মুখ্যমন্ত্রী ‘বিদেশীদের ষড়যন্ত্র’ বলে আখ্যায়িত করলেন।
তিনি বলেন, “ক্লাউড বার্স্ট (মেঘ ভাঙা বৃষ্টি) নামে একটা নতুন ঘটনা ঘটেছে। কেউ কেউ বলেছেন, যে এর পিছনে কিছু ষড়যন্ত্র রয়েছে। আমি জানি না এটা কতদূর সত্য। তবে তাঁরা বলছেন, অন্য দেশের মানুষ ইচ্ছাকৃতভাবে এটা করছে। আমাদের দেশের নির্দিষ্ট জায়গায় মেঘে বিস্ফোরণ ঘটাচ্ছে। অতীতে তাঁরা কাশ্মীরের কাছে, লেহ লাদাখে, তারপরে উত্তরাখণ্ডে ঘটিয়েছে। এখন আমরা কিছু কিছু রিপোর্ট পাচ্ছি, তাঁরা গোদাবরী অঞ্চলে রটা করছে”।
2022-07-19