লড়াই মানেই হার-জিত। কিন্তু ভোটের লড়াইতে নিজের হার মেনে নিতে না পেরে মৃত্যু হল এক কংগ্রেস নেতার। এই ঘটনায় তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। জানা গিয়েছে, পুরভোটে হেরে গিয়ে সেই ধাক্কা সামলাতে না পেরে কংগ্রেস নেতা হরিনারায়ণ গুপ্ত হৃদরোগে আক্রান্ত হন।
তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মধ্যপ্রদেশের রেওয়াতের পৌরসভার নির্বাচনে। কংগ্রেসের টিকিটে হনুমান এলাকায় পৌরসভার নয় নম্বর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী হিসেবে তিনি লড়াই করেছিলেন। ভোটের ফলাফলে হরিনারায়ণ গুপ্ত জানতে পারেন, তিনি নির্দল প্রার্থী অখিলেশ গুপ্তার কাছে হেরে গিয়েছেন ১৪ ভোটে। মনে করা হচ্ছে, তিনি ভোটের এই হার মেনে নিতে পারেননি। এই দুঃসংবাদ শোনার পরই তিনি আক্রান্ত হন হৃদরোগে। আর তার জেরেই মৃত্যু হয় তাঁর।
এখানে জানিয়ে রাখি, তিনি কংগ্রেস ইউনিটের মন্ডল সভাপ্রতিও ছিলেন হনুমান এলাকায়। হরিনারায়ণ গুপ্তের অকাল প্রয়াণে ভেঙে পড়েছেন তাঁর সমর্থকেরা। প্রসঙ্গত, রবিবার মধ্যপ্রদেশের পুরসভায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। ৪১৩ টি পুরসভায় নির্বাচন ছিল।
2022-07-19