ইংল্যান্ডের মাঠে সব ধরনের ক্রিকেটে সাফল্য ভারতের। টেস্ট সিরিজের ফল ২-২। টি-টোয়েন্টি এবং এক দিনের সিরিজে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে জয়। বিলেতের মাঠে এমন সাফল্যের পর ভারতীয় দলকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ভুললেন না প্রাক্তন কোচ রবি শাস্ত্রীকেও।
রবিবার জো রুটের বলে ঋষভ পন্থ চার মারতেই এক দিনের সিরিজ জিতে নিল ভারত। সঙ্গে সঙ্গে টুইট করলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান। সৌরভ লেখেন, ‘ইংল্যান্ডের মাটিতে দারুণ পারফরম্যান্স। ওদের দেশে এটা সহজ নয়। টেস্টে ২-২, টি-টোয়েন্টি এবং এক দিনের সিরিজে জয়। খুব ভাল (রাহুল) দ্রাবিড়, রোহিত শর্মা, রবি শাস্ত্রী, বিরাট কোহলী। (ঋষভ) পন্থ খুব স্পেশাল, পান্ডুও (হার্দিক পাণ্ড্য)।’
গত বছর ইংল্যান্ডের মাটিতে চারটি টেস্ট খেলে ভারত। সেই সময় ভারতীয় দলের কোচ ছিলেন রবি শাস্ত্রী। অধিনায়ক ছিলেন বিরাট কোহলী। সেই সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ছিল ভারত। করোনার কারণে শেষ ম্যাচ খেলা হয়নি। এই বছর সেই পঞ্চম টেস্টটি খেলল দুই দল। ভারতীয় দলে তত দিনে বহু বদল ঘটে গিয়েছে। কোচের আসনে এখন রাহুল দ্রাবিড়। অধিনায়ক রোহিত শর্মা। যদিও করোনার কারণে টেস্টটি খেলতে পারেননি তিনি। সেই দায়িত্ব পালন করেন তাঁর ডেপুটি যশপ্রীত বুমরা। এজবাস্টন টেস্ট হারলেও সিরিজ শেষ হয় ২-২ ব্যবধানে। সেই সিরিজের কথা মাথায় রেখেই শাস্ত্রীর প্রশংসা করলেন সৌরভ।
টি-টোয়েন্টি সিরিজের পর এক দিনের সিরিজও জিতে নিল ভারত। রবিবার ম্যাঞ্চেস্টারে পন্থ শতরান করেন। বল হাতে চার উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ৭১ রান করেন হার্দিক। তাঁদের দু’জনের দাপটেই ইংল্যান্ডকে পাঁচ উইকেটে হারিয়ে ম্যাচ জিতে নিল ভারত। সাদা বলের সিরিজে জিতে এবং লাল বলের সিরিজ ড্র রেখে ইংল্যান্ড ছাড়ছে ভারত। পরের গন্তব্য ওয়েস্ট ইন্ডিজ।