নূপুর শর্মাকে সমর্থন করায় কানহাইয়ালালকে গলা কেটে খুন করেছে ২ মুসলিম যুবক। এবার নূপুরের সমর্থনে তাঁর ছবি পোস্ট করায় খুনের হুমকি পেলেন এক ব্যবসায়ী। গুজরাতের সুরাতের ঘটনা। খুনের হুমকি দেওয়ার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে এক মুসলিম মহিলাও রয়েছেন।
সুরাটের ওই ব্যবসায়ী পুলিশকে জানান, তিনি একটি বিনোদন পার্ক চালান। ওই পার্কের একটি ইনস্টাগ্রাম পেজও রয়েছে। সেই পেজেই নূপুর শর্মার একটি ছবি আপলোড করেছিলেন তিনি। অভিযোগ, এরপরই সাতজন তাঁকে খুনের হুমকি দেয়। আতঙ্কিত হয়ে পড়েন ওই ব্যবসায়ী। বিলম্ব না করে পুলিশের দ্বারস্থ হন তিনি।
তদন্তে নামে পুলিশ। উমরা থানার ইন্সপেক্টর জে আর চৌধুরী জানান, ইতিমধ্যেই এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তরা হল মহম্মদ আয়ান আতসবাজিওয়ালা, রশিদ ভুরা এবং এক মহিলা আলিয়া মহম্মদ। প্রত্যেকেই সুরাটের বাসিন্দা। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৪, ৫০৬ ও ৫০৭ ধারায় মামলা রুজু হয়েছে। বাকি চারজনের খোঁজ চলছে।
বিনোদন পার্কের ইনস্টাগ্রাম পেজে নূপুরের ছবি আপলোড করায় খুনের হুমকি নিয়ে ফের ফিরে আসছে কানহাইয়ালাল হত্যাকাণ্ডের স্মৃতি। যদিও তা প্রায় সঙ্গে সঙ্গে ডিলিটও করে দেওয়া হয়েছিল। এমন পোস্টের জন্য ক্ষমাও চেয়েছিলেন আপলোডকারী। কিন্তু তারই মধ্যে চলে আসে খুনের হুমকি। অভিযুক্তরা ফোন করে বলে, ‘জীবিত অবস্থায় সুরাটে থাকতে চাস’?