কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্টে বলা হয়েছে, কাঁওয়াড় যাত্রায় জঙ্গিহানা হতে পারে। কেন্দ্রের কাছ থেকে এই সতর্কবার্তা পাওয়ার পরেই উত্তরাখণ্ড সরকার বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করল কাঁওয়াড় যাত্রাকে ঘিরে। প্রসঙ্গত, প্রতি বছরই এই সময় উত্তর ও মধ্য ভারতের বিভিন্ন রাজ্য থেকে কোটি কোটি শিবভক্ত মহাদেবের মাথায় জল ঢালার উদ্দেশ্য নিয়ে রওনা হন। তাদের কাঁধে থাকে বাঁকে ভরা জল।
আইবির রিপোর্টে বলা হয়েছে, পাক মদতপুষ্ট কয়েকটি জঙ্গি সংগঠন এই কাঁওয়াড় যাত্রায় হামলা চালানোর ছক কষেছে। মূলত, গোষ্ঠী উত্তেজনা ছড়ানোর জন্যই এই হামলা চালানো হবে বলে জানিয়েছে আইবি। অন্যদিকে, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামীর সরকার বাড়তি নিরাপত্তার সিদ্ধান্ত নিয়েছে।
এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে শনিবার উত্তরাখণ্ড পুলিশের ডিজি অশোক কুমার জানিয়েছেন, ”কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে সতর্কবার্তা এসেছে, কাঁওয়াড় যাত্রার সময় নাশকতার চেষ্টা হতে পারে। এই পরিস্থিতিতে হরিদ্বার, হৃষিকেশ-সহ বিভিন্ন জলাভিষেক স্থল এবং মেলা প্রাঙ্গণগুলিতে বাড়তি পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।”
2022-07-18