মোদী সরকার এবার সমস্ত মন্ত্রকের সব কল্যাণমূলক প্রকল্পের পর্যালোচনা করতে চলেছেন। আর এই জন্য কেন্দ্রীয় সরকার ডিবিটি (ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার) ব্যবহার দিকে এগোচ্ছে। এমনটা জানানো হয়েছে নিউজ এইট্টিনের তরফে। এমনটা করা হয়েছে মূলত জাল ও নকল তথ্য সুবিধাভোগীদের সংখ্যা নিয়ন্ত্রণে আনার জন্যই।
গত জুন মাসে একটি অফিস স্মারকলিপি প্রকাশ করা হয় মন্ত্রিপরিষদ সচিবালয়ের তরফে। এই স্মারকলিপিতে জানানো হয় যে, কল্যাণমূলক প্রকল্পগুলি পর্যালোচনা করার জন্য ডিবিটি প্রক্রিয়ার সাহায্য নেওয়া হবে। এই ডিবিটি হবে মূলত আধার ভিত্তিক। যাতে জাল নথিগুলি সহজে চিহ্নিত করা সম্ভব হয়।
অফিসের স্মারকলিপিটি প্রকাশিত হয় জুন মাসের ২৮ তারিখে। স্মারকলিপিতে লেখা থাকে, “তদনুসারে, মন্ত্রক/বিভাগগুলিকে তাদের সমস্ত স্কিমের পুঙ্খানুপুঙ্খ রিভিউ করতে বলা হচ্ছে। তারপরে DBT পোর্টালে নতুন-শনাক্ত স্কিমগুলি চালু করার জন্য অনুরোধ করা হচ্ছে”। এর ফলে, জাল খাতায় ভর্তুকি প্রভৃতি যাওয়া বন্ধ হবে।