বাড়িতেই বসানো হয়েছিল মেশিন। চলত জালনোট ছাপানোর কাজ। অবশেষে ৫ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের কাছ থেকে জালনোট ছাপানোর মেশিন, কালী, কাগজ, বিপুল পরিমাণ জালনোট এবং অস্ত্র উদ্ধার হয়েছে। অসমের বিশ্বনাথ জেলার ঘটনা।
ধৃতরা হলো আমির আলি, আতিকুল ইসলাম, মফিজউদ্দিন আহমেদ, সাইফুল ইসলাম ও হাবিবুর রহমান। এরা সকলেই লখিমপুর জেলার বাসিন্দা। তবে বেশ কিছুদিন বিশ্বনাথ টাউনে ঘাঁটি গেড়ে জালনোটের কারবার চালাচ্ছিল।
গোপন সূত্রে খবর পেয়ে রাতে আমবাড়ি সেউজপুর এলাকার আমির আলির বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকেই ৫ জনকে গ্রেফতার ক্ররা হয়। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া জালনোটের পরিমাণ ৫.৪৯ লাখ টাকা। এছাড়াও, বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র, কয়েক রাউন্ড গুলি, একটি চার চাকা গাড়ি, বাজেয়াপ্ত করেছে পুলিশ।
বিশ্বনাথ জেলা পুলিশের এএসপি কুলেন্দ্র নাথ ডেকা বলেন, ‘বেশ কিছুদিন ধরেই আমির আলির বাড়িতে নজর রাখা হচ্ছিল। তবে একসঙ্গে পুরো চক্র ধরা পড়ে যাওয়া একটা বড়ো সাফল্য। জালনোট ছাপানোর পাশাপাশ এই চক্রটি নকল সোনা বাজারে ছড়ানোর চেষ্টাও চালাচ্ছিল’।