দেশের অর্থনৈতিক ব্যবস্থা পড়ে গেলে দেশের কী অবস্থা হয়, তা বেশ ভালই বোঝা গিয়েছে শ্রীলঙ্কাকে দেখে। সেখানে বর্তমানে সাধারণ মানুষের বিক্ষোভ চলছে। বিদ্যুৎ নেই, তেল নেই, খাবার নেই। তবে শ্রীলঙ্কার পাশাপাশি প্রায় এক ডজন দেশ এমনই এক বিপর্যয়ের মুখে এসে দাঁড়িয়েছে।
সংবাদসংস্থার একটি আন্তর্জাতিক সূত্র মারফত জানা গেল, এমন বেশ কিছু দেশ রয়েছে যাদের অবস্থা একেবারে শ্রীলঙ্কার মতই। তাদের দেশে মুদ্রাস্ফীতি, বৈদেশিক ঋণ ইত্যাদি এমন জায়গায় পৌঁছেছে, যা আগামী দিনের জন্য সে সমস্ত দেশের বাসিন্দাদের চরম বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে। শ্রীলঙ্কার পাশাপাশি সেই দেশগুলি হল- আর্জেন্টিনা, ইউক্রেন, মিশর, কেনিয়া, ইথিওপিয়া, এল সালভাদর, ইকুয়েডর, বেলারুশ, নাইজিরিয়া, পাকিস্তান।
প্রতিবেশী দেশ পাকিস্তান সম্পর্কে জানা গিয়েছে, পাকিস্তানি মুদ্রার রেকর্ড পরিমাণে অবনমন হয়েছে। তেল আমদানি বোঝা এতটাই বেড়েছে পাকিস্তানে, যে সে দেশের বৈদেশিক মুদ্রার ভান্ডার তলানিতে গিয়ে এসেছে। বর্তমানে পাকিস্তান তার রাজস্ব আদায়ের ৪০ শতাংশ খরচ করে ফেলে ঋণের সুদ দিতে। এখন শাহবাজ শরিফের সরকারকে এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে হবে। আন্তর্জাতিক এক রিপোর্টে তুলে ধরা হয়েছে, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের অর্থনৈতিক সঙ্কটের কথা।
2022-07-18