সিঙ্গাপুরে আয়োজিত হতে চলেছে ‘বিশ্ব শহর শীর্ষ সম্মেলন’। এই সম্মেলনেই আমন্ত্রণ পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কিন্তু, নিয়ম অনুযায়ী, কোনো মুখ্যমন্ত্রী কোনো আন্তর্জাতিক আমন্ত্রণে সাড়া দিতে গেলে কেন্দ্রীয় সরকারের অনুমতির প্রয়োজন হয়। এই নিয়মই অনুযায়ীই অনুমতি চাইতে গেলে ছাড়পত্র পেলেন না অরবিন্দ কেজরিওয়াল।
সিঙ্গাপুরের হাইকমিশনার সাইমন ওং দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে বিগত জুন মাসে আমন্ত্রণ করেন। দিল্লির মুখ্যমন্ত্রী এই আমন্ত্রণ গ্রহণও করেন। তবে, যাওয়ার আগে কেন্দ্রীয় সরকারের অনুমতি নেওয়া প্রয়োজন হয়। কিন্তু, এই ব্যাপারে চিঠি দেওয়ার পরেও কেন্দ্রীয় সরকারের তরফে কোনো সবুজ সংকেত পায়নি কেজরিওয়াল সরকার। অবশেষে, বাধ্য হয়ে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠানো হল দিল্লির মুখ্যমন্ত্রীর তরফে।
কেজরিওয়াল সরকারের দাবি, উন্নত দিল্লি মডেল পর্যবেক্ষণে করে, সেই মডেল নিয়ে সিঙ্গাপুরে গিয়ে তুলে ধরার জন্য সিঙ্গাপুর সরকারের তরফে দাবি করা হয়েছে। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে দিল্লির মুখ্যমন্ত্রীর তরফে পাঠানো চিথির বিষয়বস্তু জানা গেছে। সূত্রের খবর অনুযায়ী, এই চিঠিতে লেখা হয়েছে যে, সিঙ্গাপুরে গিয়ে দিল্লি মডেলের কথা তুলে ধরলে তা দেশের কাছে গর্বের ও সম্মানের বিষয় হবে। কেন্দ্রীয় সরকারের তরফে অনুমতি পাওয়ার ব্যাপারে তাঁরা যে আশা প্রকাশ করেছেন, সেটাও জানা গেছে।
2022-07-18