কেন্দ্রীয় আইনমন্ত্রী সরাসরি সুপ্রিম কোর্টের বিচারপতকে প্রশ্ন করলেন যে, কেন বিচার এগোচ্ছে না, কেন এখনও ৫ কোটিরও বেশি মামলা বকেয়া রয়েছে। তখনই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আবার পাল্টা প্রশ্ন করলেন। তিনি সরাসরি প্রশ্ন তুললেন বিচার বিভাগের নিয়োগ প্রক্রিয়া নিয়ে।
ঘটনাটি ঘটে চলতি গত শনিবারে রাজস্থানের জয়পুরে। এইদিন একটি বিশেষ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। এই সম্মেলনটির আয়োজন করা হয়েছিল মূলত অফ ইন্ডিয়া লিগ্যাল সার্ভিস অথোরিটির তরফে। এই সম্মেলনেই উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামান্না ও কেন্দ্রীয় আইন মন্ত্রী কিরণ রিজিজু।
এই সম্মেলনেই আইন মন্ত্রী কিরণ রিজিজু প্রশ্ন তুললেন যে, বিগত ৭৫ বছর ধরেও মামলার সংখ্যা কমল না কেন? একইসঙ্গে আইন মন্ত্রীর দাবি আগামী ২বছরের মধ্যে বকেয়া মামলার সংখ্যা ২ কোটিতে কমিয়ে আনতে হবে। এরপরেই, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি প্রশ্ন শূন্যপদ থাকার পরেও কেন্দ্রীয় সরকারের তরফে নিয়োগ করা হচ্ছে না কেন!
2022-07-18