মোদী ল্যাহের’ এখনও অক্ষুণ্ন, এমনটাই এটা দেখা অরুণাচলের নির্বাচনে। যদিও এর আগেও প্রায় একনাগাড়ে কিছু মূল নির্বাচন ও উপনির্বাচনে নিজের জয়ের পতাকা উত্তোলিত করেছে বিজেপি। অরুণাচলে জয় আগের জয়ের ঘটনায় এবার আলাদা মাত্রা এনে দিল। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির একের পর এক জয় দলের অন্যান্য নেতা-মন্ত্রী আরও মনোবল বাড়াবে বলে মনে করা হয়েছে।
অরুণাচলের নির্বাচনের ফলপ্রকাশের আগে থেকেই যদিও বিজেপি জয় একপ্রকারের নিশ্চিত হয়ে গেছিল। তবে, এই জয়ের খবরে পুরোপুরি মোহর লাগল গ্রাম পঞ্চায়েতের নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পরে। মোট ১৩০টি আসনে নির্বাচন হয়েছিল। এরমধ্যে ১০৮টি আসনের জয়লাভ করেছে বিজেপি। যা, বিজেপির খাতায় জয়ের নাম লিখে দিল।
অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই বিপুল জয়লাভ উৎসর্গ করেছেন। তিনি এই বিষয়ে একটি টুইটও করেন। সেই টুইটে তিনি লেখেন, “অরুণাচল প্রদেশের মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর বিশ্বাস রেখেছেন। সেই কারণে গ্রাম পঞ্চায়েতের ভোটে ১৩০ টি আসনের মধ্যে আমরা ১০৮ টিতে জয়লাভ করতে পেরেছি”।