এয়ার ইন্ডিয়ার বিমানে বিস্ফোরণকাণ্ডে অভিযুক্ত রিপুদমন সিংকে গুলি করে খুন করা হল। কানাডার ভ্যাঙ্কুভারে তাঁর জামাকাপড়ের দোকানের বাইরে তাঁকে গুলি করে পালায় দুষ্কৃতীরা। গুরুতর জখম অবস্থায় তাঁর চিকিৎসা শুরুর চেষ্টা হলেও কিছুক্ষণের মধ্যেই মারা যান রিপুদমন।
ব্রিটিশ কলম্বিয়ার সারে এলাকায় বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টা নাগাদ নিজের পোশাকের দোকানের বাইরে মালিকের উপর হামলা হয়। সে সময় ঘটনাস্থল থেকে তিনটি গুলির আওয়াজ শোনা যায় বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন দোকানের মালিক।
১৯৮৫ সালের ২৩ জুন দিল্লি থেকে কানাডার মন্ট্রিয়লগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে মাঝ আকাশে বিস্ফোরণ ঘটেছিল। ওই ঘটনায় যাত্রী এবং বিমানকর্মী মিলিয়ে মোট ৩৩১ জন মারা যান। এতে তিন অভিযুক্ত হিসাবে রিপুদমন সিং মালিক ছাড়া ইন্দ্রজিৎ সিং রেয়াত এবং আজেইব সিং বাগরির নাম প্রকাশ্যে এসেছিল। ইন্দরজিৎ দোষী সাব্যস্ত হলেও উপযুক্ত সাক্ষ্যপ্রমাণের অভাবে ২০০৫ সালে ছাড়া পান বাগরি ও রিপুদমন।