ভোট কৌশলী প্রশান্ত কিশোরের উদ্যোগে “দিদিকে বলো”-র পাল্টা প্রচার মুকুল পুত্র শুভ্রাংশু রায়ের। গোটা বীজপুর- কাচড়াপাড়া এলাকা জুড়ে পাল্টা ছেয়ে গিয়েছে “ঘরের ছেলেকে বলো” পোষ্টারে। বীজপুরের বিধায়ক শুভ্রাংশু রায়ের নিজস্ব মোবাইল নম্বর ৯০৫১৩৭৭০৬৮ ও একটি মেল আইডিও দেওয়া হয়েছে। পোস্টারের পাশাপাশি এলাকায় বিলি করা হচ্ছে বিধায়কের নম্বর ও মেল আইডি দেওয়া একটি ভিজিটিং কার্ড। গেরুয়া রঙের ভিজিটিং কার্ডে শুভ্রাংশু রায়ের ছবি সমেত নম্বর ও মেল আইডি দিয়ে “ঘরের ছেলেকে বলো” লেখা হয়েছে।
মূলত, এলাকার বাসিন্দাদের অভিযোগ শোনার জন্য এই পাল্টা প্রচার কৌশল নিয়েছেন শুভ্রাংশু। তৃণমূল বীজপুরে যেখানে যেখানে “দিদিকে বলো”-র পোষ্টার দিয়েছে, তার পাশে শুভ্রাংশু নম্বর মেল আইডি দিয়ে এই পোষ্টারটি দেওয়া হচ্ছে। এলাকার বাসিন্দাদের মতে, ক্ষুরধার বুদ্ধি সম্পন্ন রাজনীতিক মুকুল রায়ের কথাতেই এই পাল্টা পোষ্টার বীজপুর জুড়ে দেওয়া হয়েছে। এর আগে ব্যারাকপুরের বিজেপির সংসদ সদস্য অর্জুন সিংও একটি অ্যাপ তৈরি করে এলাকাবাসীকে নিজেদের সমস্যার কথা জানাতে বলেছেন। এবার নিজের বিধানসভায় মানুষের অভাব- অভিযোগ শুনতে “ঘরের ছেলেকে বলো”-র পোষ্টার দিলেন মুকুল পুত্র।
এ প্রসঙ্গে বীজপুর বিধায়ক শুভ্রাংশ রায় বলেন ” আমি ৩৬৫ দিনই এলাকার বাসিন্দাদের সঙ্গে থাকি। “ঘরের ছেলেকে বলো” নতুন কিছু নয়। তবে এলাকার মানুষ যাতে এই পোষ্টার দেখে আমাকে মনে করেন। তাদের সুখ-দু:খের কথা আমার সঙ্গে ভাগ করে নেন। তার জন্যই এই উদ্যোগ।” প্রসঙ্গত, লোকসভা ভোটে বিজেপির অভূতপূর্ব সাফল্যের পর সাংবাদিক সম্মেলন করে বিজেপি নেতা মুকুল রায়ের প্রশংসায় পঞ্চমুখ হন পুত্র শুভ্রাংশু রায়। তার জেরেই তৃণমূল থেকে ছয় বছরের জন্য তাঁকে সাসপেন্ড করেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু সেই সাসপেনশনে পাত্তা না দিয়ে পিতা মুকুল রায়ের হাত ধরে দিল্লি গিয়ে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন কাঁচরাপাড়ার হাপুন। এবার সরাসরি “ঘরের ছেলেকে বলো” দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কেই যেন চ্যালেঞ্জ জানালেন মুকুলের বিধায়ক পুত্র।
জয় ঘোষ