পূবালি হাওয়ার দোসর ইলশেগুড়ি বৃষ্টি, দিঘা মোহনায় পৌঁছল ট্রলারভর্তি ইলিশ

অপেক্ষা শেষ, অবশেষে দিঘা মোহনায় পৌঁছল ট্রলার ভর্তি ইলিশ। যাকে ঘিরে খুশির আবহাওয়া মোহনার পাইকারি মাছ বাজারে। তবে ব্যাপক চাহিদা থাকায় মাছের দাম কমেনি। ১২০০ গ্রাম ওজনের মাছ বিক্রি হয়েছে প্রায় ২,০০০ টাকা কেজি দরে।

দিঘা মৎস্যজীবী সমবায়ের তরফে জানানো হয়েছে, মোহনায় ইলশেগুড়ি বৃষ্টি ও পূবালি হাওয়ার জেরে ইলিশের ঝাঁক এসে পড়েছে ভারতীয় জলসীমায়। তার জেরেই প্রায় ১২ টন ইলিশ মঙ্গলবার মোহনয়া এসে পৌঁছেছে। ৫০০ – ৭৫০ গ্রাম ওজনের মাছ বিক্রি হয়েছে ১০০০ টাকা কেজি দরে। ১ কেজির ওপরে মাছ বিক্রি হয়েছে ২,০০০ প্রতি কেজি।

তবে মৎস্যব্যবসায়ীরা বলছেন, বহুদিন পর বড় মাছ এসেছে দিঘা মোহনায়। তাদের আশা, আগামীতে আরও ইলিশ পৌঁছবে সৈকতে। তাতে কিছুটা হলেও নামতে পারে দাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.