উত্তরবাংলা জুড়ে ছড়িয়ে রয়েছে সুন্দর নিসর্গ প্রকৃতি। এই সবুজ ভূমির উপর দিয়ে বয়ে গিয়েছে কত নদী, মাথা তুলে দাঁড়িয়েছে পাহাড়, ছড়িয়ে রয়েছে ঘন জঙ্গল ইত্যাদি। এবার সেই উত্তরবঙ্গকে ফিল্ম মেকিং ডেস্টিনেশন হিসেবে গুরুত্ব দিতে চলেছে ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া।
যদিও এর আগে উত্তরবঙ্গের দার্জিলিঙে টলিউড ও বলিউডের একাধিক ছবির শুটিং হয়েছে। কিন্তু দার্জিলিং ছাড়াও উত্তরবঙ্গের নানা প্রান্তে, বিশেষত কালিম্পং, কার্শিয়াং, ডুয়ার্স ইত্যাদি জায়গায় ছড়িয়ে রয়েছে নানান ফিল্ম ডেস্টিনেশন। সেইসব জায়গা তুলনামূলক উপেক্ষিত। সেই সুন্দর ডেসটিনেশন যেন পরিচালকদের চোখে পড়ে তার জন্য এবার উদ্যোগী হয়েছে এফএফআই।
এই উদ্দেশে বুধবার থেকে শিলিগুড়ি শহরে শুরু হয়েছে গ্লোবাল সিনেমা ফেস্টিভ্যাল। উৎসবে উপস্থিত হয়েছেন টলিউডের নামকরা তারকারা। সিনে জগতের বিভিন্ন মানুষকে কাছে পেয়ে আপ্লুত শিলিগুড়িবাসী। এই ফেস্টিভালের মূল উদ্দেশ্য উত্তরবঙ্গের বিভিন্ন মনকাড়া জায়গাগুলো পরিচালকদের সামনে তুলে ধরা। দেশের মোট ৩৫ জন সিনেমা পরিচালককে এই উৎসবে আমন্ত্রণ জানানো হয়েছে।
পরিচালকরা উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা প্রতিদিন ঘুরে দেখছেন। এছাড়াও এই উৎসবের আরেক উদ্দেশ্য হল স্বল্প বাজেটের ছবি দেখার জন্য দর্শককে প্রেক্ষাগৃহমুখী করে তোলা। অনেক ক্ষেত্রেই দেখা যায় বড় সিনেমা হলে ছবি চলার সময় দর্শক আসন শূন্য। তাই মাল্টিপ্লেক্সের পাশাপাশি এবার থেকে মিনিপ্লেক্স গড়ে তোলার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছে গ্লোবাল সিনেমা ফেস্টিভ্যাল কর্তৃপক্ষ।
উৎসবে উপস্থিত হয়েছেন গার্গী রায়চৌধুরী, ঋতুপর্ণা সেনগুপ্ত, রজতাভ দত্ত এবং ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি ফিরদৌসুল হাসান। তাঁরা সংবাদমাধ্যমকে জানান, গোটা দেশে মাত্র ৮০০০ সিনেমা হল রয়েছে। সেই সংখ্যাকে বাড়িয়ে মোট ৩০,০০০ করতে চান তাঁরা। এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছে সিনেমাপ্রেমীরা।