1/11মঙ্গলবার পশ্চিমবঙ্গের মাত্র আটটি জেলায় পেট্রল এবং ডিজেলের দাম কমেছে। জেলাগুলি হল – আলিপুরদুয়ার, বীরভূম, দার্জিলিং, হুগলি, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তর দিনাজপুর। কলকাতা এবং পশ্চিম মেদিনীপুরে দামের হেরফের হয়নি। বাকি জেলাগুলিতে জ্বালানির দাম বেড়েছে।
2/11আলিপুরদুয়ার, বীরভূম, দার্জিলিং এবং হুগলিতে এক লিটার পেট্রলের দাম যথাক্রমে ১০৭.১২ টাকা, ১০৬.৬৮ টাকা. ১০৫.৭১ টাকা এবং ১০৬.২২ টাকা পড়ছে।
3/11মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তর দিনাজপুরে এক লিটার পেট্রল বিকোচ্ছে যথাক্রমে ১০৬.৬২ টাকা, ১০৬.০৭ টাকা, ১০৬.২৯ টাকা এবং ১০৬.২৮ টাকায়।
4/11কলকাতা এবং পশ্চিম মেদিনীপুরে এক লিটার পেট্রলের জন্য ১০৬.০৩ টাকা এবং ১০৬.৮ টাকা খরচ করতে হবে।
5/11বাঁকুড়ায় ১০৬.৪৩ টাকা, কোচবিহারে ১০৭.৪৩ টাকা, দক্ষিণ দিনাজপুরে ১০৬.৪ টাকা, হাওড়ায় ১০৬.৪২ টাকা, জলপাইগুড়িতে ১০৬.২২ টাকা এবং ঝাড়গ্রামে ১০৬.৯৭ টাকায় এক লিটার পেট্রল বিকোচ্ছে।
6/11কালিম্পঙে ১০৬.৮৭ টাকা, মালদায় ১০৫.৯৩ টাকা, নদিয়ায় ১০৭.২৫ টাকা, উত্তর ২৪ পরগনায় ১০৬.৪৪ টাকা, পশ্চিম বর্ধমানে ১০৫.৯৪ টাকা, পূর্ব বর্ধমানে ১০৬.৪৪ টাকা এবং পুরুলিয়ায় ১০৭.১৭ টাকায় এক লিটার পেট্রল পাওয়া যাচ্ছে।
7/11আলিপুরদুয়ার, বীরভূম, দার্জিলিং এবং হুগলিতে এক লিটার ডিজেল বিকোচ্ছে যথাক্রমে ৯৩.৭৭ টাকা, ৯৩.৩৭ টাকা, ৯২.৪৬ টাকা এবং ৯২.৯৪ টাকায়।
8/11মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তর দিনাজপুরে এক লিটার ডিজেলের দাম পড়ছে যথাক্রমে ৯৩.৩১ টাকা, ৯২.৭৭ টাকা, ৯৩.০১ টাকা এবং ৯২.৯৯ টাকা।
9/11কলকাতা এবং পশ্চিম মেদিনীপুরে এক লিটার ডিজেলের জন্য যথাক্রমে ৯২.৭৬ টাকা এবং ৯৩.৪৪ টাকা খরচ করতে হবে।
10/11বাঁকুড়ায় ৯৩.১৪ টাকা, কোচবিহারে ৯৪.০৬ টাকা, দক্ষিণ দিনাজপুরে ৯৩.১ টাকা, হাওড়ায় ৯৩.১২ টাকা, জলপাইগুড়িতে ৯২.৯৩ টাকা এবং ঝাড়গ্রামে ৯৩.৬ টাকায় এক লিটার ডিজেল মিলছে।
11/11কালিম্পঙে ৯৩.৩৯ টাকা, মালদায় ৯২.৬৭ টাকা, নদিয়ায় ৯৩.৯ টাকা, উত্তর ২৪ পরগনায় ৯৩.১৪ টাকা, পশ্চিম বর্ধমানে ৯২.৬৮ টাকা, পূর্ব বর্ধমানে ৯৩.১৫ টাকা এবং পুরুলিয়ায় ৯৩.৮৩ টাকায় এক লিটার ডিজেল পাওয়া যাচ্ছে।