বিপাকে সমাজকর্মী মেধা পাটেকর। তাঁর বিরুদ্ধে ১৩ কোটি টাকা তছরূপের অভিযোগে মামলা দায়ের করেছে মধ্যপ্রদেশ পুলিশ। অভিযোগ, জনজাতির শিশুদের শিক্ষার জন্য সংগৃহীত তহবিল দেশবিরোধী কাজে ব্যবহার করেছেন মেধা। যদিও অভিযোগ অস্বীকার করেছেন নর্মদা আন্দোলনের অন্যতম মুখ। তাঁর দাবি, অভিযোগকারীরা আরএসএসের ছাত্র শাখার সঙ্গে জড়িত।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রীতম রাজ বাদলে নামের এক জনৈক ব্যক্তি মেধা পাটকরের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন। এফআইআরে বলা হয়েছে, মধ্য প্রদেশ ও মহারাষ্ট্রের জনজাতিশিশুদের প্রাথমিক শিক্ষা দেওয়ার অছিলায় নিজেকে সমাজকর্মী দাবি করে সাধারণ মানুষকে ভুল পথে চালনা করছেন মেধা। অভিযোগ প্রসঙ্গে মেধা জানিয়েছেন, পুলিশের তরফে সরকারিভাবে তিনি এখনও কোনও নোটিস পাননি। তবে তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগের জবাব দিতে তিনি তৈরি বলেই জানিয়েছেন এই সমাজকর্মী।
আরএসএসকে নিশানা করে মেধা বলেছেন, ‘আর্থিক বিষয়গুলি নিয়ে আমাদের কাছে যাবতীয় অডিট রিপোর্ট রয়েছে। এমনকী দিল্লির লেফট্যান্যান্ট গভর্নরের বিরুদ্ধেও মামলায় আমরা জিতেছি। আমরা বিদেশি অনুদান গ্রহণ করি না এবং আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের অডিটও করা রয়েছে। ভবিষ্যতেও প্রমাণ সহ আমার সব ধরনের প্রশ্নের উত্তর দেব। আমাদের বিরুদ্ধে অতীতেও এমন অভিযোগ আনা হয়েছে’।