প্রথমে মহারাষ্ট্র দখল, তারপরে এবার নজর গোয়ায়। এই জল্পনার আগুনের ফুলকিই এবার ধীরে ধীরে বড়ো হতে দেখা যাচ্ছে। সূত্রের খবরের ভিত্তিতে জানা গেছে যে, কংগ্রেসের প্রায় ৭ জনের মতো বিধায়ক যোগাযোগ রাখছে বিজেপির সঙ্গে। এদিকে, এই প্রসঙ্গে গোয়ার কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে যে, এই সবটাই গুজব।
গোয়ায় বিধানসভা ভোটের আগে বেশ কিছু বিজেপি নেতা দল ত্যাগ করে। রাজনৈতিক বিশেষজ্ঞরা তখন দাবি করেন যে, প্রমোদ সাওয়ান্তের জনপ্রিয়তায় ভাটা পড়ার কারণে এমনটা হয়। যদিও, এর প্রভাব গোয়া বিধানসভা ভোটে পড়েনি। সেই বিধানসভা নির্বাচনে বিজেপিই জয়লাভ করে।
তবে, গোয়ার এই সরকার পক্ষ তো আর বিরোধীমুক্ত হয়নি। এবার, সেই রাজ্যকে বিরোধীমুক্ত করতে মরিয়া বিজেপি। এইসবের মাঝেই শোনা গেল যে, গোয়ার ৭ জন বিজেপি বিধায়ক বিজেপির সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করেছে এবং একইসঙ্গে তাঁরা কংগ্রেসের ডাকা বৈঠকেও যোগ দেয়নি। যা কংগ্রেস বিধায়কের বিজেপি যোগ দেওয়ার জল্পনার আগুনে আরও ঘি ঢেলে দিয়েছে।
2022-07-11