২১শে জুলাইকে কেন্দ্র করে জোরকদমে প্রস্তুতি চলছে তৃণমূল কংগ্রেসের তরফে। এই উপলক্ষে বিভিন্ন জেলার নেতা কর্মীদের তরফে সমাবেশে জীগ দেওয়ার বার্তা দেওয়া হচ্ছে। এইসবেরই মাঝে সম্প্রতি রাজ্যের শাসকদলের তরফে দলের অফিসিয়াল পেজ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। সেই ভিডিওকে কেন্দ্র করেই এবার বিপাকে বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস।
এই ভিডিওতে দেখা গেছে, সুব্রত বক্সী, কুণাল ঘোষ, ফিরহাদ হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিকের মতো প্রথমসারির নেতাদের। ভিডিওতে দেখা গেছে নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিককেও। নৈহাটির বিধায়কের কথা এই জন্যই উল্লেখ করা হয়েছে, কারণ তাঁর পাশেই দাঁড়িয়ে থাকতে দেখা যায় বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাসকে।
বিশ্বজিৎ দাস যেখানে বর্তমানে বিজেপির বিধায়ক। একুশের বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে বিধায়ক পদ অর্জন করেন। সেখানে তাঁকে কীভাবে দেখা গেল তৃণমূল ২১শে জুলাইয়ের সমাবেশে। এই সমাবেশ ছাড়াও তাঁকে বেশ কয়েকবার তৃণমূলের বিভিন্ন কর্মসূচিতে দেখা গেছে। তাঁরএই আচরণ প্রসঙ্গে তাঁকে দলত্যাগের ব্যাপারেও প্রশ্ন করলেই, তিনি দাবি করেন যে তিনি দলত্যাগ করেননি। তবে, তৃণমূলের দলীয় পেজের তরফে এই ভিডিও প্রকাশ্যে আসতেই আবার মাথাচাড়া দিয়ে উঠল দলত্যাগ বিতর্ক।
2022-07-11