খ্রিস্টান ধর্ম থেকে ধর্মান্তরিত হলেন আদিবাসী সাঁওতাল ধর্মে অর্থাৎ সারি ধর্মে। প্রথমে সারি ধর্মের মানুষই ছিলেন। কিন্তু কিছুদিন আগে পূর্ব বর্ধমান জেলার ২নং ব্লকের ওসমানপুর গ্রামের নানান প্রলোভন দেখিয়ে জোরপূর্বক খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করা হয় কৃষ্ণ হেমরম কে ।
কিছুদিন আগে প্রলোভন দেখিয়ে তাকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করা হয়।
নিজের ধর্ম ছেড়ে অন্য ধর্মের অর্থাৎ খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হওয়ার পর নিজের ভুল স্বীকার করে পুনরায় নিজের ধর্মে ধর্মান্তরিত হয়। আদিবাসী সাঁওতাল সমাজের মাঝি বাবা ও পারগানা বাবাদের উপস্থিতিতে নিজের ভুল স্বীকার করে ফের সাঁওতাল তথা সারি ধর্মে ফিরে আসেন কৃষ্ণ হেমরম।
গত শুক্রবার 23 শে আগস্ট পশ্চিমবঙ্গ ভারত জাকাত মাঝি পারগানা মহল এর পনত পারগানা বাবা মাননীয় বাদল কিসকুর উপস্থিতিতে নিজেদের সমাজের নিয়ম অনুসারে সরি ধরম আবার গ্রহণ করেন।
সমাজের রীতি অনুসারে পূজা অর্চনা করে নিজের সাঁওতাল সমাজে ধর্ম গ্রহণ করে কৃষ্ণ বাবু ফের সারি ধর্ম গ্রহণ করে। ঐদিন পনত পারগানা বাবা এর সঙ্গে উপস্থিত ছিল বিশিষ্ট সমাজকর্মী মাননীয় সুধীর মুর্মু এবং ভারত জাকাত মাঝি পারগানা মহল এর ওই মুলুকের এবং পীড়ের মাঝি বাবা ও পারগানা বাবারা।