কেন্দ্র রাজ্যের সংঘাত কোনও নতুন বিষয় নয়! এবার রাজ্যের জননী সুরক্ষা যোজনার আওতায় থাকা প্রসূতিদের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কী কী পদক্ষেপ নিয়েছে, তা বিস্তারিত জানতে চেয়ে তথ্য-পরিসংখ্যান তলব করল কেন্দ্রীয় সরকার। সঙ্গে এই বিষয়ে অগ্রগতি আনতে বেশকিছু পরামর্শ দেওয়া হয়েছে। এ বিষয়ে তথ্য ভাণ্ডার গড়ে তুলতে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক রাজ্য সরকারকে চিঠি দিয়েছে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে। ওই চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী মাতৃ-বন্দনা যোজনা এবং জননী সুরক্ষা যোজনা সন্তানসম্ভবা ও স্তন্যদায়িনী মায়েদের স্বাস্থ্যের বিকাশে দু’টি বিশেষ যোজনার অধীনে সুযোগ সুবিধা নীচুতলা অবধি পৌঁছে দিতে হবে। রাজ্যে সন্তানসম্ভবা ও স্তন্যদায়িনী মায়েরা যেন এই দুই প্রকল্পের সুযোগ নেন তাও নিশ্চিত করতে হবে।

জননী সুরক্ষা যোজনায় সুবিধা প্রাপকদের তথ্য-পরিসংখ্যান পরিসংখ্যানগত কিছু ত্রুটি থেকে যাচ্ছে বলে অভিযোগ করে যথাযথ তথ্য ভাণ্ডার গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়েছে। এক্ষেত্রে রাজ্য সরকারের গাফিলতির বিষয়টিও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে। তবে কেন্দ্রীয় দাবি উড়িয়ে রাজ্য সরকার বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে বলে পাল্টা দাবি করেছে নবান্ন। তবে চিঠি পাওয়ার পর রাজ্যের পরিবার কল্যাণ বিভাগের যুগ্ম স্বাস্থ্য-অধিকর্তা জেলাস্তরে সব চিফ মেডিক্যাল অফিসার ও কলকাতায় জেলা পরিবার কল্যাণ অফিসারকে এ ব্যপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। এমন চিঠি পেয়ে নবান্ন যে খুব খুশি হয়েছে তেমনটা নয়। কিন্তু তথ্য পরিসংখ্যান সমেত প্রকল্পের গতিপ্রকৃতি প্রসঙ্গে জানতে চেয়ে যে আসলে রাজ্য সরকারের কর্মপদ্ধতি নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে কেন্দ্র। এমন ঘটনায় ক্ষুব্ধ নবান্ন।


সূর্য সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.