‘আত্মনির্ভর ভারত’ ভারত গড়ার দিকে আরও একধাপ এগুলো ভারত। করোনার আবহে দেশে রেকর্ড ক্ষয়ক্ষতির মুখে পড়েও আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করেছে ভারত। খারাপ পরিস্থিতি থেকে দেশকে বেরিয়ে আনতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তখন আহ্বান জানিয়েছিলেন। আর সেই ডাকেই যে মানুষ সাড়া দিয়েছিল, সেটা বোঝা যাচ্ছে বর্তমানে পাওয়া কিছু তথ্যবলীতে।
বিশেষ করে প্রতিরক্ষা ক্ষেত্রে ইতিহাস লিখল ভারত। প্রতিরক্ষা বিভাগে রফতানির পরিসংখ্যানে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে ভারতের। যার ফলে প্রায় ১৩ হাজার কোটি টাকার রফতানি করেছে ভারত। অর্থাৎ, বিগত বছরের তুলনায় ভারতের রফতানিতে ৫৪.১% বৃদ্ধি দেখা দিয়েছে।
এই প্রকাশিত পরিসংখ্যানে প্রকাশ্যে এসেছে, যেটার মাধ্যমে জানা গেছে যে, প্রতিরক্ষা বিভাগে বেসরকারি খাতে সরকারি খাতের তুলনায় বেশি রফতানি হয়েছে। দুই খাতের পার্থক্য বেশ নজরে পড়ার মতো বলে জানা গেছে। বেসরকারি সংস্থাগুলি যেখানে রফতানি হওয়া দ্রব্যের ৭০ শতাংশ রফতানি করেছে, সেখানে সরকারি সংস্থাগুলো ৩০ শতাংশের মতো রফতানি করেছে। ভারতের তরফে যে সমস্ত দেশে অস্ত্র রফতানি করা হয়েছে, সেগুলো যথাক্রমে- ফিলিপাইন, দক্ষিণ পূর্ব এশিয়া, আফ্রিকা প্রভৃতি।
2022-07-10