‘উদয়পুরের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ করা উচিত মুসলিমদেরও’, মুখ খুলল আরএসএস

নূপুর শর্মার সমর্থনে পোস্ট করায় উদয়পুরে কানহাইয়ালালের গলা কেটে খুন করেছে দুই মুসলিম যুবক। এবার এই নিয়ে মুখ খুলল আরএসএস। রাজস্থানের ঝুনঝুনুতে বসেছিল সঙ্ঘের তিনদিনের সম্মেলন। তারই শেষ দিন ছিল শনিবার। এই দিনই ঘটনার নিন্দা করে আরএসএসের তরফে বলা হল, ‘উদয়পুরের হত্যাকাণ্ডে মুসলিমদেরও প্রতিবাদ করা উচিত’।

আরএসএসের মুখপাত্র সুনীল আম্বেদকর বলেন, ‘সকলের একযোগে এই ধরনের ঘটনার প্রতিবাদ করা উচিত’। তিনি বলেন, হিন্দু সম্প্রদায় যেভাবে শান্তিপূর্ণ ও সাংবিধানিক পদ্ধতিতে প্রতিবাদ করেছে, মুসলিম সম্প্রদায়েরও উচিত সেভাবেই প্রতিবাদ করা’। সুনীল আরও বলেন, ‘দেশে গণতন্ত্র রয়েছে। আমাদের সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার রয়েছে। যদি কেউ কোনও কিছু পছন্দ না করে তাহলে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ করা যেতেই পারে’।

উদয়পুরে কানহাইয়া লালের নৃশংস হত্যাকাণ্ডে শিউরে উঠেছিল দেশ। ধানমণ্ডি এলাকার ওই দর্জির দোকানে ঢোকে অভিযুক্ত দুই যুবক মহম্মদ রিয়াজ আখতার ও ঘাউস মহম্মদ। তারা শুরুতে জামার মাপ দেয়। এরপরই ধারালো অস্ত্র দিয়ে ওই ব্যক্তির মাথায় ও গলায় আঘাত করে। গোটা ঘটনার ভিডিও রেকর্ডও করে হত্যাকারীরা। এরপর তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। ভিডিওতে একাধিক বিষয়ে আপত্তিকর মন্তব্য করে অভিযুক্তরা। এমনকী প্রধামন্ত্রীকে খুনের হুমকি দেওয়া হয়। নূপুর শর্মার মুণ্ডচ্ছেদেরও হুমকি দেয় দুই হত্যাকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.