কেন্দ্রশাসিত অঞ্চল দিউ ও দমন পুরনিগমের ভোটে ধুয়ে মুছে সাফ হয়ে গেল কংগ্রেস। ১৩টি আসনেই জয়ী হল বিজেপি। একইসঙ্গে ১৫ বছর পরে দিউ পুরনিগম দখল করল গেরুয়া শিবির। দলের উপর আস্থা রাখায় ভোটারদের কৃতজ্ঞতা জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।
গত ১৫ বছর দিউ পুরনিগমের ক্ষমতায় ছিল কংগ্রেস। কিন্তু দলের এমন দুরবস্থা যে পুরনিগমের ছয় আসনে প্রার্থীই দিতে পারেনি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছয় আসন জিতে কার্যত পুরনিগম দখলের দিকে কয়েক ধাপ এগিয়ে গিয়েছিল বিজেপি।
৭ জুলাই বৃহস্পতিবার সাতটি আসনের জন্য ভোট নেওয়া হয়। শনিবার ওই সাত আসনের ভোটগণনা শুরু হতেই স্পষ্ট হয়ে যায় ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে কংগ্রেস। শেষ পর্যন্ত খালি হাতেই ফিরতে হয়েছে হাত শিবিরকে। সব কয়টি আসনেই জয়ী হয়েছেন বিজেপি প্রার্থীরা। দিউ পুরনিগমের ইতিহাসে এই প্রথম কোনও দল সব কয়টি আসনেই জিতল। জয়ী ১৩ কাউন্সিলরের মধ্যে সাত জনই মহিলা।
গুজরাত বিধানসভা ভোটের আগে দিউ পুরনিগমের ভোটে মুখ থুবড়ে পড়া কংগ্রেসের জন্য অশনিসঙ্কেত বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর খাসতালুকে কংগ্রেস কতটা লড়াই দিতে পারবে তা নিয়ে যথেষ্টই সন্দিহান তারা।