প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে ভারত ‘আত্মনির্ভর’ হয়েছে। মেক ইন ইন্ডিয়ার অভিযান শুরু হয়েছে গোটা বিশ্বে। লাদাখে গালওয়ান উপত্যকায় লাল ফৌজের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর সংঘর্ষ লাগার পর থেকেই চিনা পণ্য বর্জন করা শুরু হয়। সেই সময় সাধারণ মানুষ তুলে নেয় মেক ইন ইন্ডিয়ার পণ্য। এখানে জানিয়ে রাখি, চিন থেকে ভারতের বাজারে ছোটদের জন্য খেলনা আসে ৪০ শতাংশেরও বেশি। এবারে ভারত চিনের খেলনার বাজারে বড়সড় আঘাত আনল।
ভারত বহুদিন ধরেই খেলনা তৈরির কারবার শুরু করেছে। খুব অল্প সময়ের মধ্যেই দ্রুততার সঙ্গে কাজ করেছে ভারত। মাত্র তিন বছরের মধ্যেই চিন থেকে আমদানি করা খেলনার পরিমাণ প্রায় ৭০ শতাংশ কমে গিয়েছে। যা কিনা আত্মনির্ভর ভারতের বড় সাফল্য। এদিকে, ভারতের বাজারে ভারতের তৈরি খেলনা শিল্প বৃদ্ধি পেয়েছে প্রায় ৬১ শতাংশ। এই গোটা বিষয়টিকে ঘিরে কেন্দ্রীয় বাণিজ্য এবং উদ্যোগ মন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, ‘দারুন পরিবর্তন হয়েছে। তিন বছরে খেলনার আমদানি ব্যাপক কমেছে চিন থেকে। সেই সঙ্গে দেশজুড়ে উৎপাদন বেড়েছে খেলনার।’
উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু’বছর আগেই ‘মন কী বাত’ অনুষ্ঠানে ছোটদের খেলনা তৈরির বিষয়ে উৎসাহ দেন। তিনি জানান, ছোটদের খেলনা আসছে চিন থেকে। আমাদের উচিত, এবারে ভারতে যত বেশি সম্ভব খেলনা তৈরি করা। ভারতকে আগামী দিনে দ্রুত আত্মনির্ভর হতে হবে।’
2022-07-10