এবারে আর প্রকাশ্যে মাংস বিক্রি করা যাবে না কানওয়াড়ের যাত্রা পথে। একথা সাফ জানিয়ে দিল যোগী সরকার। ইতিমধ্যেই, স্থানীয় ও জেলা প্রশাসন মাংস বিক্রেতাদের সতর্ক করে দিয়েছে। প্রসঙ্গত, করোনার কারণে বিগত দু’বছর ধরে বন্ধ ছিল কানওয়াড় যাত্রার আয়োজন। এবারে কানওয়াড় যাত্রা শুরু হচ্ছে আগামী ১৪ই জুলাই থেকে।
এই বিশেষ তীর্থযাত্রায় ভক্তরা গঙ্গা থেকে জল তুলে নিয়ে গিয়ে মন্দির ও নিজেদের বাড়িতে নিয়ে যান। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ একটি বৈঠকে কানওয়াড়ের যাত্রা পথে প্রকাশ্যে মাংস বিক্রি করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারির নির্দেশিকা দেন। অন্যদিকে, এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে উত্তরপ্রদেশের অতিরিক্ত মুখ্যসচিব অবনীশ অবস্তী জানিয়েছেন, ”কানওয়াড় যাত্রা যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করা যায়, সে কারণে সব রকম পদক্ষেপ করা হয়েছে।”
অন্যদিকে বরেলির সিনিয়র পুলিশ সুপার সত্যার্থ অনিরুদ্ধ পঙ্কজ জানিয়েছেন, ”প্রকাশ্যে যাতে মাংস বিক্রি না করা হয়, সে ব্যাপারে সুনিশ্চিত করতে মাংস বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি আমরা। তাঁরা সকলেই আশ্বস্ত করেছেন।” উল্লেখ্য, যে রাস্তা দিয়ে কানওয়াড়ের যাত্রা শুরু হবে, সেই রাস্তা বর্তমানে ভালো করে মেরামত করা হচ্ছে।