মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা ভীষণভাবে জরুরি। সমষ্টিগত অর্থনীতি এবং আর্থিক স্থিতিশীলতার রক্ষার জন্য এবারে রিজার্ভ ব্যাঙ্ক এই স্থিতিশীলতার রক্ষা এবং বৃদ্ধির বন্দোবস্ত করবে। চলতি আর্থিক বছরের দ্বিতীয়ার্ধ থেকেই মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আসবে। এমনটাই জানালেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস।
এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানিয়েছেন, বর্তমানে দেশে সরবরাহের পরিস্থিতি অনুকূল রয়েছে। চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে তা কিছুটা বেড়ে গিয়েছে। আশা করা যায়, অর্থবর্ষের দ্বিতীয়ার্ধে নিয়ন্ত্রণে আসবে মুদ্রাস্ফীতি। রিজার্ভ ব্যাঙ্ক আগামী দিনে সামগ্রিক আর্থিক স্থিতিশীলতার রক্ষা এবং বৃদ্ধির জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণ করবে।
এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি আরও জানান যে, আমাদের প্রত্যেকের নিয়ন্ত্রণের বাইরের কারণগুলিকে প্রভাবিত করতে পারে মুদ্রাস্ফীতিকে। তবে সেটি মনে হয় না বেশিদিন পারবে। কিন্তু আগামী দিনে সেটা যাতে একেবারে করতে না পারে, তার জন্য সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করতে হবে। যাতে আর্থিক ও অর্থনীতির ভিত্তি মজবুত হয়।
রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে আরও বলেন, চলতি বছরের এপ্রিল এবং জুনের বৈঠকে আর্থিক নীতি কমিটি মুদ্রাস্ফীতিকে কমানোর জন্য দুটি পর্যায়ের চেষ্টা চালিয়েছেন। এই জন্য রেপো রেট বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের পাশাপাশি গোটা বিশ্বেই মূল্যবৃদ্ধি হয়েছে। এর অন্যতম কারণ হল রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ।
2022-07-10