অমরনাথে শুক্রবার বিকেলের মেঘভাঙা বৃষ্টিতে প্রথম কোনও বাঙালি তীর্থযাত্রীর মৃত্যুর খবর এল। মৃত যুবতীর নাম বর্ষা মুহুরি। তিনি দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের বাসিন্দা। ভূগোলে স্নাতকোত্তরের ছাত্রী ছিলেন তিনি। ঘটনার পর থেকে নিখোঁজ ছিলেন বর্ষা। পরিবারের সদস্যরা তাঁর খোঁজ চালাচ্ছিলেন। শনিবার উদ্ধার হয়েছে তাঁর দেহ।
জানা গিয়েছে ১ জুলাই হিমগিরি এক্সপ্রেসে করে অমরনাথের উদ্দেশে রওনা দিয়েছিলেন বর্ষা ও পরিবারের ৭ সদস্য। ৫ জুলাই বালতাল থেকে অমরনাথের উদ্দেশে হাঁটা পথে যাত্রা শুরু করেন তাঁরা। এরই মধ্যে শুক্রবার বিকেলে আসে হড়পা বান। তাতে ভেসে যান বর্ষা। পরিবারের অন্য সদস্যরা যদিও সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে।
খবর পাওয়ার পর থেকে থমথমে বারুইপুরে চক্রবর্তী পাড়া। স্থানীয় কাউন্সিলর বিকাশ দত্ত জানিয়েছেন, মৃত তরুণীর বাবা চন্দন মুহুরি হৃদযন্ত্রের সমস্যায় ভুগছেন। তাঁকে মেয়ের মৃত্যুর খবর জানানো হয়নি। শুক্রবারের ওই ঘটনায় এখনো পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে সরকারিভাবে জানানো হয়েছে। নিখোঁজ ৪০-এর বেশি। আটকে রয়েছেন কয়েক হাজার পর্যটক।