1/6ঘণ্টায় ২২০ কিলোমিটার বেগে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস। এমনই আশ্বাস দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানান, আপাতত ঘণ্টায় ১৬০ কিমিতে বন্দে এক্সপ্রেস চলে। দ্বিতীয় প্রজন্মে তা বেড়ে হবে ১৮০ কিলোমিটার। তারপর ২২০ কিলোমিটারে ছুটবে তৃতীয় প্রজন্মের বন্দে ভারত এক্সপ্রেস।
2/6রেলমন্ত্রী জানিয়েছেন, ২০১৯ সালে চালু হওয়ার পর থেকে মোট ১৪ লাখ কিমি পথ অতিক্রম করেছে দুটি বন্দে ভারত এক্সপ্রেস। এবার আরও অত্যাধুনিক সেমি-হাইস্পিড বন্দে ভারত এক্সপ্রেস ছুটতে শুরু করবে। আগামী অগস্টে দ্বিতীয় প্রজন্মের বন্দে ভারত এক্সপ্রেস।
3/6গত মঙ্গলবার গান্ধীনগরে রেলমন্ত্রী জানান, দ্বিতীয় প্রজন্মের বন্দে ভারত ট্রেনে আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। তার ফলে ঘণ্টায় ২০ কিমি গতি বাড়বে। তৃতীয় প্রজন্মের বন্দে ভারতের গতি আরও ৪০ কিমি বাড়ানো হবে।
4/6রেলমন্ত্রী: আগামী অগস্টে দ্বিতীয় প্রজন্মের বন্দে ভারত চালু করা হবে। তারপর থেকে প্রতি মাসে পাঁচ থেকে ছ’টি বন্দে ভারত ট্রেন চালু করবে ভারতীয় রেল।ধাপে-ধাপে প্রচুর নয়া রুটে বন্দে ভারত এক্সপ্রেস চলবে। আপাতত নয়াদিল্লি-বারাণসী এবং নয়াদিল্লি-শ্রী মাতা বৈষ্ণোদেবী কাটরা পর্যন্ত দুটি বন্দে ভারত ট্রেন চালায় রেল।
5/6রেলমন্ত্রী: ইতিমধ্যে ৭৫ টি নয়া বন্দে ভারত ট্রেনে অনুমোদন দেওয়া হয়েছে। প্রথম দফায় ৭৫ টি বন্দে ভারত ট্রেন চালু করার পর আরও ৪০০ ট্রেন চালু করার প্রস্তাব আছে। সেই নয়া ৪০০ টি ট্রেনের মধ্যে প্রায় ২৫০ টি হবে দ্বিতীয় প্রজন্মের বন্দে ভারত ট্রেন। বাকিগুলি তৃতীয় প্রজন্মের ট্রেন হবে।
6/6রেলমন্ত্রী: বুলেট ট্রেনে শূন্য থেকে ১০০ কিলোমিটারে পৌঁছাতে ৫৪ সেকেন্ড লাগে (অ্যাক্সিলারেশনে)। একইরকমের প্রযুক্তি ভারতে তৈরি করা হয়েছে। তার ফলে বন্দে ভারতের গতিবেগ শূন্য থেকে ১০০ কিমিতে পৌঁছাতে ৫৪ সেকেন্ড লাগবে।