প্রথম ২টি ম্যাচ জিতে ওয়ান ডে সিরিজ জয় আগেই নিশ্চিত করেছিলেন হরমনপ্রীত কউররা। এবার নিয়ম রক্ষার তৃতীয় ওয়ান ডে ম্যাচেও শ্রীলঙ্কার মহিলা ক্রিকেট দলকে পরাজিত করে ভারত। সেই সুবাদে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে সিংহলিদের হোয়াইওয়াশ করে ভারতের মহিলা দল।
পাল্লেকেলে ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ভারত। তারা নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ২৫৫ রান তোলে। হাফ-সেঞ্চুরি করেন শেফালি বর্মা ও পূজা বস্ত্রকার। অল্পের জন্য অর্ধশতরান হাতছাড়া করেন শেফালি বর্মা।
হরমনপ্রীত দলের হয়ে সব থেকে বেশি ৭৫ রান করে আউট হন। ৮৮ বলের ইনিংসে তিনি ৭টি চার ও ২টি ছক্কা মারেন। পূজা ৩টি ছক্কার সাহায্যে ৬৫ বলে ৫৬ রান করে নট-আউট থাকেন। শেফালি ৪৯ রান করে মাঠ ছাড়েন। ৫০ বলের ইনিংসে তিনি ৫টি চার মারেন।
এছাড়া যস্তিকা ভাটিয়া করেন ৩৮ বলে ৩০ রান। তিনি ৫টি বাউন্ডারি মারেন। স্মৃতি মন্ধনা ৬, হার্লিন দেওয়ল ১, দীপ্তি শর্মা ৪ ও রিচা ঘোষ ২ রান করে আউট হন। শ্রীলঙ্কার হয়ে ২টি করে উইকেট নেন ইনোকা, রেশমি ও আতাপাত্তু।
পালটা ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা একসময় ১৫৫ রানে ৮ উইকেট হারিয়ে বসে। তবে টেল এন্ডারদের সঙ্গে নিয়ে নীলাক্ষী দলকে ২০০ রানের গণ্ডি পার করান। শেষমেশ শ্রীলঙ্কা ৪৭.৩ ওভারে ২১৬ রানে অল-আউট হয়ে যায়। ১৫ বল বাকি থাকতে ৩৯ রানে ম্যাচ জেতে ভারত।
চামারি আতাপাত্তু ৪৪ রান করে আউট হন। নীলাক্ষী নট-আউট থাকেন ৪৮ রানে। ৩৯ রানের যোগদান রাখেন হাসিনি পেরেরা। রাজেশ্বরী গায়কোয়াড় ৩৬ রানে ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন মেঘনা সিং ও পূজা। হরমনপ্রীত ও দীপ্তি নিয়েছেন ১টি করে উইকেট।