বীরভূম জেলা পুলিশ এবং এসটিএফ যৌথ অভিযান চালিয়ে বিস্ফোরক বোঝায় গাড়ি আটক করেছে। জানা গিয়েছে, বুধবার গভীর রাতে একটি মিনি ট্রাক গাড়ির মধ্যে থেকে প্রায় ৮১ হাজার ডিটোনেটর উদ্ধার করা হয়। সূত্র মারফত খবর, গাড়িটিকে আটক করা হয় মহম্মদ বাজার এলাকায়।
বীরভূম জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, তারা গোপন সূত্র মারফত খবর পায়। এরপরই যৌথ অভিযান শুরু করে। পুলিশ, ৬০ নম্বর জাতীয় সড়ক থেকে একটি মিনি ট্রাক গাড়িকে থামায়। সেই গাড়িতে তল্লাশি চালাতে গিয়ে পাওয়া যায় বস্তা বোঝাই বিস্ফোরক তৈরির উপাদান। গ্রেফতার করা হয়েছে, গাড়ির আরোহীকে। ধৃতের নাম আশিস কেওরা। তার বাড়ি পশ্চিম বর্ধমান জেলার রানিগঞ্জ এলাকায়।
এখানে জানিয়ে রাখি, মূলত খাদানের পাথরের স্তর ভাঙতে ব্যবহার করা হয় ডিটোনেটর। প্রশ্ন উঠেছে, কোন অসৎ উদ্দেশ্যে এত পরিমাণ বিস্ফোরক পাচার করা হচ্ছিল কী? যদিও, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
2022-07-04