Bill Gates: নিজের ৪৮ বছরের পুরনো CV শেয়ার করলেন মাইক্রোসফট প্রধান!

1/5উইলিয়াম হেনরি গেটস III। তবে বিশ্বজুড়ে তিনি বিল গেটস নামে বেশি পরিচিত। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় নিজের প্রায় পাঁচ দশকের পুরনো সিভি শেয়ার করলেন তিনি। সেই সময়ে কলেজে পড়তেন তিনি।

2/5বিল গেটস সেই সময়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে পড়তেন। সেই সিভি দেখেই বোঝা যায় যে তিনি ছাত্র হিসাবে ঠিক কতটা সফল ছিলেন।

3/5পোস্টটি শেয়ার করে গেটস লিখেছেন, ‘আপনি কি সদ্য স্নাতক বা কলেজ থেকে ড্রপআউট? আমি এটুকু নিশ্চিত যে আপনার সিভি, আমার ৪৮ বছর আগেকার অবস্থার চেয়ে অনেক ভালো আছে।’

4/5সেই সময়ের মধ্যেই বিল গেটস বেশ কিছু কোর্স সেরে ফেলেছিলেন। বেশিরভাগ কোর্সেই ‘A’ পেয়েছিলেন। কলেজের প্রথম বর্ষেই যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করে ফেলেছিলেন তিনি।

5/5কলেজের পড়াশোনা ছেড়ে বিল গেটস যেভাবে মাইক্রোসফট দাঁড় করিয়েছিলেন, তা আজও গোটা বিশ্বের কাছে অনুপ্রেরণার। লিঙ্কডইনে মাইক্রোফটের প্রায় ৩৫ মিলিয়ন ফলোয়ার্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.