সারদাকাণ্ডের তদন্তে এবার সিবিআইয়ের নজরে রাজ্যের প্রাক্তন স্বরাষ্ট্রসচিব অত্রি ভট্টাচার্য। এখন রাজ্যের প্রাক্তন পুলিস কমিশনার রাজীব কুমারকে নিয়ে টানা পোড়েন এখনও চলছে। এরই মধ্যে রাজ্য সরকারের আরেক আমলার দিকে নজর পড়েছে সিবিআইয়ের। সূত্রের খবর বৃহস্পতিবার প্রাক্তন স্বরাষ্ট্রসচিবের দফতরে যায় সিবিআইয়ের তদন্তকারী দল। টানা ৩ ঘণ্টা জেরা করা হয় তাঁকে।
প্রসঙ্গত উল্লেখ্য সারদাকাণ্ডের সময় তথ্য ও সংস্কৃতি দফতরের প্রধান সচিব ছিলেন অত্রি ভট্টাচার্য। সেসময় সারদার মালিকাধিন একাধিক সংবাদ মাধ্যমে সরকারি বিজ্ঞাপন দেওয়া হত। কার নির্দেশে এই বিজ্ঞাপন গুলি দেওয়া হয়েছিল তা নিয়েই অত্রিকে জেরা করা হয় বলে খবর। এর আগে কলকাতা পুলিসের প্রাক্তন কমিশনার রাজীব কুমারকে হেফাজতে নিয়ে জেরা করতে চেয়েছে সিবিআই। প্রতিবাদে কলকাতার মেয়ো রোডে ধরনায় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জি। সিবিআইয়ের অভিযোগ ছিল সারদাকাণ্ডের একাধিক তথ্য লোপাট করেছেন রাজীব কুমার। লোকসভা ভোটের আগে নির্বাচন কমিশন তাঁকে দিল্লিতে বদলি করে দেয়। তারপর থেকে সুপ্রিম কোর্টের দেওয়া রক্ষা কবচেই রয়েছেন রাজীব কুমার। তবে তার উপর বিদেশ সফরে নিষেধাজ্ঞা রয়েছে।