1/4একটি বিবৃতিতে, আইএমডি বলেছে যে সারা দেশে জুলাই মাসে ‘স্বাভাবিক’ বৃষ্টিপাতের (৯৪ থেকে ১০৬% পর্যন্ত) সম্ভাবনা রয়েছে। ১৯৭১ থেকে ২০২০ সালের তথ্যের ভিত্তিতে জুলাই মাসে ‘গড়ে’ (LPA) প্রায় ২৮০.৪ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে সারাদেশে।
2/4জুলাই মাসে দেশের অধিকাংশ অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ‘স্বাভাবিক’ বা ‘স্বাভাবিকের উপরে’ দেখা যেতে পারে। একই সময়ে, হিমালয়ের পাদদেশে এবং দক্ষিণ ভারতের কিছু অংশে সর্বোচ্চ তাপমাত্রা ‘স্বাভাবিকের নিচে’ থাকবে বলে আশা করা হচ্ছে।
3/4এদিকে উত্তরবঙ্গে আজ থেকে কমতে চলেছে বৃষ্টি। আগামী তিন থেকে চারদিন উত্তরবঙ্গের সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ভারী বৃষ্টির সম্ভাবনা কম উত্তরে। কোচবিহার ও আলিপুরদুয়ারে তুলনামূলক বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। হালকা ও মাঝারি বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে।
4/4দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে, ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে মৌসুমী অক্ষরেখার প্রভাবে আগামী কয়েকদিনে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। ততদিন পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।