Pallonji Mistry Passes Away: ৯৩ বছর বয়সে প্রয়াত শাপুরজি গ্রুপের চেয়ারম্যান পলোনজি মিস্ত্রি

শাপুরজি পলোনজি গ্রুপের চেয়ারম্যান পলোনজি মিস্ত্রি গতকাল রাতে মারা গিয়েছেন। ৯৩ বছর বয়সি প্রবীণ শিল্পপতি তাঁর মুম্বাইয়ের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১৫০ বছরেরও বেশি পুরানো শাপুরজি পলোনজি গ্রুপ ভারতের বৃহত্তম ব্যবসায়িক সংস্থাগুলির মধ্যে একটি। পলোনজি মিস্ত্রীকে এর সাফল্যের জন্য কৃতিত্ব দেওয়া হয়৷ ২০১৬ সালে তিনি দেশের তৃতীয় সর্বোচ্চ অসামরিক পুরস্কার পদ্মভূষণে ভূষিত হন। তিনি ছিলেন ভারতের অন্যতম প্রবীণ বিলিয়নেয়ার।

পলোনজি মিস্ত্রির জন্ম হয়েছিল ১৯২৯ সালে। গুজরাটি পারসি পরিবারে জন্ম হয় তাঁর। ভারতে জন্ম নিলেও পরবর্তীতে আইরিশ নাগরিকত্ব গ্রহণ করেন তিনি। তিনি সবচেয়ে ধনী আইরিশদের তালিকায় শীর্ষে রয়েছেন। তাঁর বাবা শাপুরজি পলোনজি নির্মাণ সংস্থা চালাতেন। তিনি মুম্বইয়ের বন্দর এলাকায় বহু বড় বড় ভবন নির্মাণ করেছেন। আরবিআই, এসবিআই, এইচএসবিসির ভবনগুলি শাপুরজি পলোনজি গ্রুপেরই নির্মি 

শাপুরজি পলোনজি গ্রুপের ব্যবসায়িক স্বার্থ বহুমুখী। ইঞ্জিনিয়ারিং, নির্মাণ ও পরিকাঠামো, রিয়েল এস্টেট, জল, শক্তি এবং আর্থিক পরিষেবা খাতে উপস্থিতি রয়েছে পলোনজি গ্রুপের। ৫০ হাজার জনেরও বেশি লোকের কর্মচারী বেস রয়েছে গ্রুপের। গ্রুপটি ৫০টি দেশ জুড়ে বিভিন্ন সামগ্রী সরবরাহ করে এবং পরিষেবা দিয়ে থাকে। টাটা গোষ্ঠীর হোল্ডিং কোম্পানি টাটা সন্সে পলোনজি পরিবারের ১৮.৪ শতাংশ শেয়ার রয়েছে। এপ্রিল মাসে শাপুরজি পলোনজি মিস্ত্রি এবং অন্য ছয়জন পরিচালক ইউরেকা ফোর্বসের বোর্ড থেকে পদত্যাগ করেন। সংস্থার নতুন মালিক লুনোলাক্স লিমিটেড এরপর ভ্যাকুয়াম ক্লিনার এবং ওয়াটার পিউরিফায়ার প্রস্তুতকারক সংস্থার নিয়ন্ত্রণ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.