কেন্দ্রীয় সরকার ক্রমাগত অগ্নিপথ প্রকল্পে অনেক সুযোগ-সুবিধা অন্তর্ভুক্ত করেছে। এর অধীনে, অবসর নেওয়ার পরে অগ্নিবীরদের জন্য রেলওয়ে স্টেশনগুলিতে ক্যাটারিং এবং বহুমুখী স্টল বরাদ্দ করার কথা বিবেচনা করা হচ্ছে। রেলপথ মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সরকারের নীতিমালা অনুযায়ী এ বছর ৪০ হাজার অগ্নিবীর নিয়োগ করা হবে। এর মধ্যে ২৫ শতাংশ অগ্নিবীরকে সেনাবাহিনীতে রাখা হবে এবং বাকি ৩০ হাজারকে চার বছর পর অবসর দেওয়া হবে। এই আবহে অবসরগ্রহণকারী অগ্নিবীরকে কর্মসংস্থানের সুযোগ করে দিতে চাইছে রেল।
রেলওয়ে মন্ত্রক চার বছর পর অবসর নেওয়া অগ্নিবীরদের রেলওয়ে স্টেশনগুলিতে স্টল বরাদ্দ করার জন্য একটি প্রস্তাব প্রস্তুত করছে বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা। এতে তাদের নিশ্চিত কর্মসংস্থান হবে। এই প্রস্তাবে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সিলমোহর দেওয়ার পরই শুরু হবে নীতিমালা তৈরির কাজ।
‘এক স্টেশন, এক পণ্য’ প্রকল্পের অধীনে স্টল ছাড়াও অগ্নিবীরদের ক্যাটারিং স্টল, বহুমুখী স্টল বরাদ্দ করা হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। এর আগে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গত মাসে ‘এক স্টেশন, এক পণ্য’ নীতি কার্যকর করেছিলেন। এর আওতায় প্রতিটি শহরের স্থানীয় জনপ্রিয় পণ্য বিক্রির জন্য প্রতিটি প্লাটফর্মে অন্তত দুটি স্থায়ী স্টল খোলা হবে।