সাম্প্রদায়িক তাণ্ডবের প্রায় ২ সপ্তাহ পর হাওড়ার পাঁচলায় বিজেপির ভস্ম হয়ে যাওয়া পার্টি অফিস পরিদর্শন করলেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন দলের কর্মীদের পাশে থাকার বার্তা দিয়ে নতুন করে পার্টি অফিস নির্মাণের অঙ্গীকার করেছেন তিনি। সঙ্গে তাঁর চাঞ্চল্যকর দাবি, পার্টি অফিসে ভাঙচুরের পিছনে রয়েছে তৃণমূল ও উগ্রপন্থীদের মদত।
গত ৩ জুন হাওড়ার পাঁচলায় সাম্প্রদায়িক তাণ্ডব চলাকালীন বিজেপির হাওড়া গ্রামীণ জেলা পার্টি অফিসে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। আগুনে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পার্টি অফিসটি। একই দিনে পাঁচলার রঘুদেবপুরে আরও একটি পার্টি অফিসে হামলা হয়। তারও একই পরিণতি হয়েছে। এদিন সেখানেও গিয়েছেন সুকান্তবাবু।
এদিন পাঁচলার পার্টি অফিসে পূজাপাঠ করেন সুকান্তবাবু। এর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আমরা এখানে নতুন করে পার্টি অফিস তৈরি করব। প্রয়োজনে আমরা কিছু টাকা জেলাকে দেব। আমাদের জেলা অফিসকে পুড়িয়ে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। আমার বিশ্বাস, এর মধ্যে স্থানীয় মানুষ তো আছেই, আর স্থানীয় মানুষকে উস্কানি দেওয়ার পিছনে একদিকে রয়েছে তৃণমূল কংগ্রেস, অন্যদিকে রয়েছে দেশবিরোধী উগ্রপন্থী শক্তি’। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।