আগামী কয়েক বছরের মধ্যে ক্রিকেটে অনেকটাই এগিয়ে যেতে চাইছে বাংলাদেশ। এই লক্ষ্যে পৌঁছতে ওপার বাংলা সব থেকে বেশি ভরসা করছে এ পার বংলার উপর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাহায্য চাইছে বাংলার ক্রিকেট নিয়ামক সংস্থা সিএবি-র। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র থেকে পাওয়া খবরে জানা গেল, তারা বিভিন্ন বয়সভিত্তিক দল নিয়ে বাংলায় এসে খেলতে চায়। একই সঙ্গে বাংলার দলকেও তারা নিজেদের দেশে খেলাতে চায়।
জানা গেল, এই মর্মে বাংলাদেশ বোর্ড চিঠি দিয়েছে সিএবি-কে। সেখানে বিসিবি কর্তা আবু এমাম মহম্মদ কওসর লিখেছেন, এই বছরই অনূর্ধ্ব-১৫ এবং অনূর্ধ্ব-১৬ স্তরে তারা বাংলার সঙ্গে খেলতে চায়। আগামী নভেম্বর-ডিসেম্বরে বাংলাদেশের অনূর্ধ্ব-১৬ দল, যা মূলত তাদের সম্মিলিত স্কুল দল, তাদের ভারতে পাঠানোর কথা লিখেছে বিসিবি। তারা চাইছে দু’টি তিন দিনের ম্যাচ এবং তিনটি এক দিনের ম্যাচের আয়োজন করুক সিএবি। এরপর বাংলার অনূর্ধ্ব-১৬ দলকেও বাংলাদেশে খেলতে যাওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।
বিসিবি-র এই প্রস্তাব সিএবি কর্তারাও ইতিবাচক মানসিকতা নিয়েই ভাবছেন। বিসিবি-র পাঠানো চিঠির প্রাপ্তির কথা স্বীকার করেছে সিএবি। তবে কবে এ পার বংলা-ও পার বাংলার খুদেরা ক্রিকেট মাঠে মুখোমুখি হবে, তা এখনও ঠিক হয়নি।