1/5আজ কলকাতা ও আশেপাশের অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকবে। আগামী ৪৮ ঘণ্টা দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দক্ষিণের সব জেলাতেই।
2/5কলকাতার আকাশ এদিন মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও তা ক্ষীণ। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রির আশেপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রির কাছাকাছি যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৯০ শতাংশ।
3/5পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, বীরভূম, ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
4/5আবহাওয়া দফতর জানিয়েছে মহারাষ্ট্র, গোয়া এবং কর্ণাটকের সমুদ্র তীরবর্তী অঞ্চলে ভারী বৃষ্টির পরিবেশ তৈরি হয়েছে। পশ্চিমঘাট পর্বতমালা জুড়ে বৃষ্টি হচ্ছে। যা ক্রমশ তার দাপট বাড়াচ্ছে।
5/5কোঙ্কণ উপকূলে জারি হয়েছে কমলা সতর্কতা। ফলে বৃষ্টি নিয়ে সপ্তাহের কর্মময় দিনগুলিতে একটা চিন্তা থেকেই যাচ্ছে। আগামী ৫ দিনে গোটা দক্ষিণ ভারতজুড়েও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।