আক্ষরিক অর্থেই গতিতে ঝড় তুলে ব্রোঞ্জ জিতলেন রোনাল্ডো। যদিও ইনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নন। ভারতের রোনাল্ডো সিং ঝড়ের গতিতে সাইকেল চালিয়ে ব্রোঞ্জ পদক উপহার দিলেন দেশকে।
দিল্লির ইন্দিরা গান্ধী স্পোর্টস কমপ্লেক্সের ভোলেড্রোমে বসেছে এশিয়ান ট্র্যাক চ্যাম্পিয়নশিপের আসর। সেখানেই মেনস এলিট টাইম ট্রায়াল (১ কিলোমিটার) ইভেন্টে ব্রোঞ্জ জেতেন রোনাল্ডো সিং। ৫৮.২৫৪ কিলোমিটার প্রতি ঘণ্টার সর্বোচ্চ গতি ছুঁয়ে বাজিমাত করেন ভারতীয় সাইক্লিস্ট। তাঁর সময় ছিল ১ মিনিট ১.৭৯৮ সেকেন্ড।
উল্লেখ্য, ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়ন তথা এশিয়ান রেকর্ডের অধিকারী রোনাল্ডোর আগে এই ইভেন্টে ভারতের আর কেউ কখনও আন্তর্জাতিক পদক জিততে পারেননি।
রোনাল্ডোর ইভেন্টে সোনা জেতেন জাপানে য়ুতা ওবারা। তাঁর সময় ছিল ১ মিনিট ১.১১৮ সেকেন্ড। রুপো জেতেন মালয়েশিয়ার মহম্মদ ফাদিল। তিনি সময় নেন ১ মিনিট ১.৬৩৯ সেকেন্ড।
ব্রোঞ্জ জয়ের পরে রোনাল্ডো বলেন, ‘এই বিভাগে ব্রোঞ্জ জিততে পারা আমার কাছে বড় বিষয়। আমি সোনা জেতার লক্ষ্য নিয়েই ইভেন্ট শুরু করেছিলাম। তবে সেটা না হলেও আমি খুশি। নিজের টেকনিকে আরও জোর দিতে হবে আমাকে।’
উল্লেখ্য, টাইম ট্রায়াল ইভেন্ট অলিম্পিক্সে দেখা না গেলেও ওয়ার্ল্ড চ্যাম্পয়নশিপ-সব বাকি সব বড় টুর্নামেন্টেই মেডেল ইভেন্ট হিসেবে বিবেচিত হয়।’