স্টাফ রিপোর্টার, কলকাতা: রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের বাসস্থান পরিবর্তন হলো। রাজ্য বিজেপি নিরাপত্তার কারণেই বাড়ি বদলালেন দিলীপ। বৃহস্পতিবার নতুন বাসস্থানে উঠে পড়ে পড়েছেন তিনি। মেদিনীপুরের সাংসদ এবং রাজ্য বিজেপির প্রধান মুখ দিলীপ সল্টলেকের এ এল ব্লকের একটি বাড়িতে থাকতেন। তাঁর নতুন বাসস্থান সেই জায়গা থেকে দূরে নয়। বরং খুব কাছে।
রাজ্য বিজেপি সূত্রে খবর, দিলীপ ঘোষের এএল ব্লকের বাড়িটি প্রয়োজনের তুলনায় ছোট হয়ে গিয়েছিল। সাংসদের নিরাপত্তা রক্ষীরা সকলেই একসঙ্গে ওই বাড়িতে থাকতে পারছিলেন না। মূলত সেই কারণেই দিলীপকে বাড়ি বদল করতে হয়েছে।
দিলীপ ঘোষ কেন্দ্র থেকে ‘জেড ক্যাটাগরি’র নিরাপত্তা পান। বিগত বছরের জনপ্রিয়তার সঙ্গে সঙ্গেই দিলীপের নিরাপত্তাও বেড়েছে। কারণ রাজ্যে বেশ কয়েকবার দিলীপের উপর হামলা হয়েছে। সেক্ষেত্রে কেন্দ্রীয় বিজেপি মনে করেছে রাজ্য সভাপতির চারপাশে কঠোর নিরাপত্তা বলয় থাকা প্রয়োজন।
রাজ্য বিজেপির সভাপতির আদি বাসস্থান পশ্চিম মেদিনীপুরে। সেখান থেকেই তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘে গিয়েছেন। তারপর রাজনীতিতেও এসেছেন। কিছু বছর আগেও দিলীপ বেলেঘাটা সুভাষ সরোবরের কাছে একটি এপার্টমেন্টে থাকতেন। তারপর রাজারহাটে একটি বাসস্থানে এসেছিলেন। সেখান থেকে এসেছিলেন সল্টলেকে। সল্টলেকেই থাকছেন। তবে আবার নতুন বাড়িতে।
কলকাতা২৪x৭.কম