মূল গ্রাম থেকে বিচ্ছিন্ন একটি বাড়ি। যে বাড়ির ছাদে বৃহস্পতিবার ভোর রাতে হঠাৎ নেমে এল দু’টি হেলিকপ্টার। কিছু বোঝার আগেই সেই হেলিকপ্টার দু’টির ভেতর থেকে নেমে এল কয়েক জন সেনা। কয়েক মিনিট পর আবার সেই হেলিকপ্টারটি উড়ে চলে গেল। মাঝে শোনা গিয়েছে কয়েকটি গুলির শব্দ। বিদ্রোহীদের দখলে থাকা উত্তর-পশ্চিম সিরিয়ার ওই বিচ্ছিন্ন বাড়িটিতে আমেরিকার সেনা অভিযানের প্রত্যক্ষদর্শীরা এমনটাই জানিয়েছেন।
আমেরিকার যৌথ বাহিনীর তরফে জানানো হয়েছে, ভোর রাতের এই অভিযানে ধরা হয়েছে এক আইএস জঙ্গিকে। যিনি মূলত একজন দক্ষ বোমা প্রস্তুতকারী। বিদ্রোহী গোষ্ঠী দায়েশের সিরিয়ান শাখার এক জন শীর্ষস্থানীয় নেতাও বটে। আমেরিকান যৌথ বাহিনী বর্তমানে সিরিয়া এবং ইরাকে জেহাদি গোষ্ঠীগুলির সঙ্গে লড়াই করছে।
আমেরিকার তরফ বিবৃতিতে বলা হয়েছে, আটক ব্যক্তির নাম হানি আহমেদ আল-কুরেদি। যুদ্ধ বিশেষজ্ঞদের মতে সিরিয়ায় যে জায়গায় আভিযান চালিয়েছে আমেরিকার সেনা, তা কার্যত নজিরবিহীন।