SBI Home Loan Interest: মধ্যবিত্তের মাথায় হাত, গৃহঋণে একলাফে অনেকটাই সুদের হার বাড়াল SBI

1/4৭.০৫ শতাংশ থেকে বেড়ে স্টেট ব্যাঙ্কে গৃহঋণে সুদের হার করেছে ৭.৫৫। অর্থাৎ, আরবিআই একলাফে ৫০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করেছে গৃহঋণে সুদের হার।

2/4এদিকে গৃহঋণে সুদের হার বাড়ানোর পাশাপাশি রেকারিং ডিপোজিটে সুদের হার বাড়াল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)। গত ১৪ জুন (মঙ্গলবার) থেকে নয়া সুদের হার কার্যকর করেছে এসবিআই।

3/4মাত্র ১০০ টাকা দিয়ে এসবিআইতে রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট খোলা যায়। নয়া সুদের হার: ১ বছর থেকে ২ বছরের কম: ৫.৩ শতাংশ। ২ বছর থেকে ৩ বছরের কম: ৫.৩৫ শতাংশ। ৩ বছর থেকে ৫ বছরের কম: ৫.৪৫ শতাংশ। ৫ বছর থেকে ১০ বছরের কম: ৫.৫ শতাংশ।

4/4 ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়িয়েছে এসবিআই। দু’কোটি টাকার কম এবং ২১১ দিন থেকে তিন বছরের কম মেয়াদের এফডির ক্ষেত্রে সুদের হার বাড়ানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.