নরেন্দ্র মোদী সরকারের আমলে ইতিমধ্যে ভারতীয় রেলে ৩.৫ লাখ শূন্যপদে নিয়োগ করা হয়েছে। শীঘ্রই আরও ১.৫ লাখ প্রার্থীকে নিয়োগ করা হবে। এমনটাই দাবি করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
মঙ্গলবার রাতে রেলমন্ত্রী বলেন, ‘২০১৪ সাল থেকে ২০২২ সালের মধ্যে (এখনও পর্যন্ত) ভারতীয় রেলে মোট ৩.৫ লাখ পদে নিয়োগ করা হয়েছে। অর্থাৎ বছরে ৪৩,০০০-র বেশি নিয়োগ করেছে রেল। দ্রুতগতিতে প্রায় ১.৫ লাখ অতিরিক্ত পদে নিয়োগের প্রক্রিয়া চলছে।’
এমনিতে সম্প্রতি নিয়োগ নিয়ে তুমুল চাপের মধ্যে পড়েছিল রেল। বিজ্ঞপ্তি প্রকাশের পর দু’বছর কেটে গেলেও পরীক্ষা না হওয়ায় ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন প্রার্থীরা। পরবর্তীতে পরীক্ষা নিয়েছিল রেল। যে পরীক্ষার ফলাফলও প্রকাশিত হয়েছে। আপাতত রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (আরআরবি) নন-টেকনিকাল পপুলার ক্যাটেগরির (এনটিপিসি) দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা চলছে। যা গত রবিবার (১২ জুন) থেকে শুরু হয়েছে। চলবে শুক্রবার (১৭ জুন) পর্যন্ত। যে পরীক্ষার প্রথম পর্যায়ের ফলাফল বিতর্ক হয়েছিল। আগুন জ্বলেছিল দেশের একাধিক প্রান্তে। অন্যদিকে, শীঘ্রই আরআরবি গ্রুপ ‘ডি’ পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড প্রকাশিত হতে পারে।