মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ববিদ্যালয়গুলির আচার্য হতে চলেছেন। ইতিমধ্যেই, আচার্য বিল পাশ হয়ে গিয়েছে বিধানসভায়। বিল পাস করানোর সময় দেখা যায়, পক্ষে ভোট পড়েছে ১৮২ টি আর বিপক্ষে মাত্র ৪০ টি। এরপরেই বিধানসভা সরগরম হয়ে ওঠে। বিরোধীদের দাবি, ভোটাভুটিতে ছাপ্পা ভোট করা হয়েছে।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে ছাপ্পা ভোটের অভিযোগ তোলেন, বিধানসভায় ভোটাভুটিকে ঘিরে। শুধু তাই নয়, শুভেন্দু আদালতে যাওয়ার কথাও বলেন। এরপর কিছু সময় পেরিয়ে যেতেই ভোটাভুটির আসল রহস্য বেরিয়ে আসে। দেখা যায়, বিরোধীদের ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ আর পক্ষে ভোটের সংখ্যা ১৬৭ টি। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এটা কী ভাবে সম্ভব?
এই গোটা বিষয়টিকে কেন্দ্র করে জানানো হয়, বিধানসভায় ভোট গণনার সময় এক কর্মীর ভুলের কারণে এমন ফল তৈরি করা হয়েছিল। বিরোধীদের ভোটের সংখ্যা আসলে হয়েছে ৫৫ টি। স্পিকার ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, ওই কর্মী লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করেছেন বলে জানা গেছে।
2022-06-14