বর্তমানে ভারত-চিন সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে পৌঁছেছে। সম্পর্কের অবনতি হতে শুরু করে গালওয়ান উপত্যকাকে ঘিরে। এরপর সময়ের সঙ্গে সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে লাল ফৌজের দফায় দফায় যুদ্ধ ও অশান্তি হয়। ২০২০ সালে জানা যায়, ইন্দো-চিন সীমান্ত রক্তক্ষয়ী যুদ্ধের কথা। তবে এত কিছুর মধ্য থেকেও ভারত নিজের কর্তব্য ছেড়ে বেরিয়ে যায়নি।
ড্রাগন দেশের জন্য ভারত আজও অন্নদাতার ভূমিকা পালন করছে। প্রসঙ্গত, ভারতীয়দের থেকে ভাঙা চাল বা খুদ কিনে নেয় চিন। সম্প্রতি, এমনই এক তথ্য সামনে এল। জানা গিয়েছে, চিনের নাম সবার প্রথমে রয়েছে পরিসংখ্যানে। এই পরিসংখ্যানের রিপোর্ট মারফত জানা গিয়েছে, করোনা আসার আগে থেকেই চিন ভারতের থেকে আমদানি করেছে ১৬.৩৪ লক্ষ মেট্রিক টন চাল। সেই সময় ভারত বিশ্বের বিভিন্ন প্রান্তরে চাল রপ্তানি করেছিল প্রায় ২১২.১০ লক্ষ মেট্রিক টন। শুধুমাত্র, চিন সেই সময় চাল আমদানি করেছে ভারতের থেকে ৭.৭ শতাংশ।
এছাড়াও জানা গিয়েছে, চিন ভারত থেকে মোট চাল আমদানি করে নিয়েছে ১৬.৩৪ লক্ষ মেট্রিক টন। এরমধ্যে ৯৭ শতাংশই রয়েছে শুধুই ভাঙা চাল। চিনের আগে ভারত ভাঙা চাল সরবরাহ করত আফ্রিকার দেশগুলিকে।
2022-06-14