মোদী সরকার ভারতীয় সেনাবাহিনীতে নতুন সশস্ত্র বাহিনী নিয়োগের পরিকল্পনা করল। এই নতুন সশস্ত্র বাহিনীর নাম দেওয়া হবে অমিতাভ বচ্চনের জনপ্রিয় ছবি ‘অগ্নিপথের’ নামে। এই ঘোষণা মঙ্গলবার কেন্দ্রের পক্ষ থেকে তিন সেনা বাহিনীর প্রধানরা করেছেন। কেন্দ্রের এই ‘অগ্নিপথ’ প্রকল্প সম্পর্কে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ জানিয়েছেন, ‘এই সিদ্ধান্ত ঐতিহাসিক।’
প্রসঙ্গত, দুই সপ্তাহ আগেই সেনাবাহিনীর প্রধানরা এই প্রকল্পের কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। অবশেষে, প্রকল্পের নাম সামনে এল। জানা গিয়েছে, চার বছরের জন্য এই নতুন অগ্নিপথ প্রকল্পে নিয়োগ করা হবে সেনা জওয়ানদের বাহিনীতে। ভারতীয় সেনাবাহিনীতে সাড়ে ১৭ থেকে ২১ বছর বয়সি ৪৫ হাজার ভারতীয়রা এই প্রকল্পের অধীনে কাজ করার সুযোগ পাবেন।
জানা গিয়েছে, সেনা জওয়ানদের চার বছরের মেয়াদে প্রশিক্ষণ দেওয়া হবে ছয় মাসের জন্য। এছাড়াও, তারা মাসে ৩০ থেকে ৪০ হাজার টাকা বেতন পাবেন। সেই সঙ্গে অন্যান্য ভাতাও পাবেন।
2022-06-14